চিনে নিন এই চার রাশিকে, শাস্ত্র অনুসারে Creative মানসিকতার অধিকারী হন এরা

শাস্ত্র মতে, মানুষের মধ্যে ভেদাভেদের কারণ হল রাশি। রাশি ভিন্ন হওয়ায় আমাদের সকলে চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতায় এত তফাত। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা সৃজনশীল মানসিকতার অধিকারী হন। দেখে নিন তালিকা। 

Sayanita Chakraborty | Published : Jul 2, 2022 6:32 AM IST

বৈদিশ শাস্ত্রে রয়েছে ১২ রাশির হদিশ। মেষ থেকে মীন- এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। জ্যোতিষশ শাস্ত্র মতে, মানুষের জীবনে গ্রহের ভূমিকা বিস্তর। সে কারণে সকলে  স্বভাব, চরিত্র, মানসিকতা- সর্বক্ষেত্রে সকলের সঙ্গে সকলের রয়েছে তফাত। কেউ ধূর্ত তো কেউ বোকা। কেউ দয়ালু তো কে স্বার্থপর। আমরা সকলে একে অপরের থেকে আলাদা। তেমনই কারও কেউ সৃজনশীল তো কেউ নয়। শাস্ত্র মতে, মানুষের মধ্যে এই ভেদাভেদের কারণ হল রাশি। রাশি ভিন্ন হওয়ায় আমাদের সকলে চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতায় এত তফাত। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা সৃজনশীল মানসিকতার অধিকারী হন। দেখে নিন তালিকা। 

সিংহ রাশি- রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এরা সৃজনশীল মানসিকতার অধিকারী হন। এদের সৃষ্টি সকলের নজর কাড়ে। এরা নিজেদের কাজের জন্য সকলের ভালোবাসা পেয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সকলের মন জয় করতে ওস্তাদ।

বৃশ্চিক রাশি- রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এরা সব কাজে নিজের ক্রিয়েটিভিটি ব্যক্ত করে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সৃজনশীল মানসিকার অধিকারী হন। এরা সহজে সকলের নজরে আসে। 

কুম্ভ রাশি- রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। বাকি দুই রাশির সঙ্গে এদের মিল বিস্তর। এরা সৃজনশীল স্বভাবের মানুষ হয়। এরা নানান রকম জিনিসে নিজেদের কলা ব্যক্ত করে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সব ধরনের কাজে পটু হন। এদের কাজ সকলের কাছে প্রশংসিত হয়।  

ধনু রাশি- রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। এরা সৃজনশীল স্বভাবের মানুষ হন। এদের শিল্প কোনও এক খাতে সীমাবন্ধ থাকে না। সর্বক্ষেত্রে নিজেদের প্রতিভার ছাপ রাখতে পারেন এরা। এরা বাদ্যযন্ত্র ও ভিজ্যুয়াল আর্টে নিজেদের প্রতিভার প্রকাশ করে থাকেন। এদের প্রতিভা সকলের মন কাড়ে। Creative মানসিকতার অধিকারী হন এরা। 

আরও পড়ুন- ২ জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করল, এই রাশিগুলি পেতে চলেছে বিপুল সুবিধা

Latest Videos

আরও পড়ুন- বিপত্তারিনী ব্রতের পর কাজে লাগান পুজোয় ব্যবহৃত উপকরণ, সংসার ভাসবে সুখে মিটবে আর্থিক সমস্যা

আরও পড়ুন- এবছর পুজোয় গন্তব্য হোক রোম, ভ্যাটিকান সিটির আদলে তৈরি হচ্ছে শ্রীভূমির পুজো মন্ডপ


 

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024