প্রচুর টাকা পয়সা হাতে আসবে কিছুদিনের মধ্যেই , স্বপ্নে যদি টিকটিকি আর এই জিনিসগুলি দেখেন

Published : Jun 25, 2022, 06:12 PM IST
প্রচুর টাকা পয়সা হাতে আসবে কিছুদিনের মধ্যেই , স্বপ্নে যদি টিকটিকি আর এই জিনিসগুলি দেখেন

সংক্ষিপ্ত

হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বপ্ন মূলত আমাদের জীবনের সঙ্গে জড়িত। প্রত্য়েকটি স্বপ্ন কিছুনা কিছুর ইঙ্গিত দেয়। স্বপ্ন অনেক সময় পারিবারিক সুখ সমৃদ্ধির ইঙ্গিত দেয়। তেমনই স্বপ্ন অর্থিক উন্নতি বা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়।

আমরা অনেকেই ঘুমের মধ্যে নানা রকমের স্বপ্ন দেখি। মনোবিজ্ঞান অনুযায়ী স্বপ্ন আমাদের অচেতন মনের কথা। আর স্বপ্নশাস্ত্রের মতে প্রতিটি স্বপ্নই শুভ আর অশুভ ইঙ্গিত দেয়।  এমন কিছু স্বপ্ন আমরা দেখি যেগুলি ঘুম ভাঙার পর শত চেষ্টা করলেও মনে থাকে না। আবার এমন অনেক স্বপ্ন আমরা দেখি যেগুলি মনে থেকে যায়। বলা যেতে পারে মনে দাগ কাটে - এমন অনেক স্বপ্ন দেখে থাকি আমরা। 

হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বপ্ন মূলত আমাদের জীবনের সঙ্গে জড়িত। প্রত্য়েকটি স্বপ্ন কিছুনা কিছুর ইঙ্গিত দেয়। স্বপ্ন অনেক সময় পারিবারিক সুখ সমৃদ্ধির ইঙ্গিত দেয়। তেমনই স্বপ্ন অর্থিক উন্নতি বা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। চলুন জেনেনি কোন স্বপ্ন দেখা শুভ বলে মনে করা হয় হিন্দুশাস্ত্রে। 

১. টিকটিকি- স্বপ্নে যদি টিকটিক দেখা যায় - তাহলে ভুলেও ভয় পাবেন। আপনার শুভ সময় আসছে বলে ইঙ্গিত দেয়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী টিকটিকি লক্ষ্মীর প্রতীক। তাই স্বপ্নে টিকটিকি আসার আর্থ ঘরে লক্ষ্মীদেবীর আগমণ ঘটতে পারে। 


২. নির্মাণ কাজ
স্বপ্নে যদি দেখেন কোনও কিছু নির্মাণ কাজ হচ্ছে বা কিছু তৈরি হচ্ছে তাহলে মনে রাখবের দ্রুত বাড়িতে টাকাপয়সা আসছে। আপনার কাজে অগ্রগতি দ্রুত হবে। 

৩. দমবন্ধ অবস্থায় দেখা
স্বপ্নে যদি নিজেকে দমবন্ধ অবস্থায় দেখেন তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। জানবেন আপনার আর্থিক অবস্থা আরও ভাল হতে চলেছে। আপনি আযাচিতভাবে প্রচুর অর্থ পেতে চলেছেন। 

৪. তোতাপাখি 
স্বপ্নে যদি তোতাপাখি দেখেন তাবে মনে রাখবেন দ্রুত প্রচুর অর্থ বা সম্পত্তি পেতে পারেন আপনি। আটকে থাকা টাকাও হাতে আসার সম্ভাবনা প্রবল। 

অশুভ যোগের জন্য কাজে বাধা? ভাগ্য ফেরাতে এইগুলি দান করুন নির্দিষ্ট দিনে

রাম না শ্যাম- কোন তুলসী চারা ঘরে রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে? মনে রাখবেন তুলসী গাছ এভাবেই লাগাতে হয়

শিশু হাসপাতালে আগুন, দমকল বাহিনীর তৎপরতায় প্রাণ বাঁচল ১৩ নবজাতকের

PREV
click me!

Recommended Stories

Money Horoscope: আজ লক্ষ্মীলাভের প্রবল সম্ভাবনা রয়েছে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
২০২৬ সালে ১২ নয় ১৩টি পূর্ণিমা, তারিখগুলি জানুন