শোয়ার ঘরের এই জায়গায় আয়না রাখবেন না, তাহলে সর্বনাশ ডেকে আনবে আপনার দাম্পত্যে

আয়না এমন ভাবে রাখবেন যেখানে দোওয়ার প্রতিবিম্বই সাধারণ ধরা পড়ে। স্বামী-স্ত্রীর প্রেম ভালোবাসা ঝগড়া অনেকটাই বিছানা কেন্দ্রীক। তাই প্রেমের প্রতিবিম্ব যাতে আয়না না পড়ে সেদিকে যেমন নজর রাখতে হবে তেমনই ঝগড়া বা মন কষাকষির ছবি যাতে আয়নায় না পড়ে তার দিকেও খেয়াল রাখতে হবে। 

আয়না- প্রত্যেকটি পরিবারের জরুরি সামগ্রী গুলির মধ্য একটি। কিন্তু আপনি জানেন কি সঠিক স্থানে যদি আয়না রাখা না হয় তাহলে বিপদ অনিবার্য। অশুভ শক্তি যেমন আপনার ঘরে প্রবেশ করে তেমনয়ই ঘরে  অমঙ্গলও ডেকে নিয়ে আসে। সেই জন্যই বাড়িয়ে আয়না বা ড্রেসিনটেবিল রাখার আগে বাস্তু বিবেবচা করেই তা রাখা উচিৎ। বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞদের মতে শোয়ার ঘরে আয়না রাখার বেশ কিছু নিয়ম রয়েছে। তাঁরা আরও বলেছেন বাস্তু অনুযায়ী যদি সঠিক স্থানে আয়না রাখা না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। 

জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞের কথায় শোয়ার ঘরে আনায় রাখা সাধারণত উচিৎ নয়। তাও যদি রাখতে চান তাহলে কতগুলি বিষয়ে বিবেচনা করা জরুরি। কারণ আয়না শুধুমাত্র সামনে যা রয়েছে তাই প্রতিফলিত করবে - এমনটা নয়। তার শক্তিও প্রতিফলিত করবে। আয়না আমাদের অবচেতন মনে প্রভাব বিস্তার করতে পারে। পাশাপাশি আয়নার প্রতিফন শক্তির প্রভাব আপনার গ্রহের ওপরও পড়তে পারে। 

Latest Videos

শোয়ার ঘরে আয়না রাখার নিময় হল 
প্রথমেই বলে রাখা শোয়ার ঘরে আয়না এমন জায়গায় রাখবেন না যেখান থেকে বিছানা বা খাট দেখা যায়। আয়নার কোনও ভাবেই যেন খাটের খাটের ছবি ধরা না পড়ে সেই দিকে বিশেষ নজর দিতে হবে।  মনে রাখবেন আপনার শুয়ে থাকা অবস্থার ছবি যেন কোনও মতেই আয়না ধরা না পড়ে। এজাতীয় প্রতিবিম্ব মানুষের মনে বিভ্রান্ত আর বিভ্রম সৃষ্টি করে। 

আয়না এমন ভাবে রাখবেন যেখানে দোওয়ার প্রতিবিম্বই সাধারণ ধরা পড়ে। স্বামী-স্ত্রীর প্রেম ভালোবাসা ঝগড়া অনেকটাই বিছানা কেন্দ্রীক। তাই প্রেমের প্রতিবিম্ব যাতে আয়না না পড়ে সেদিকে যেমন নজর রাখতে হবে তেমনই ঝগড়া বা মন কষাকষির ছবি যাতে আয়নায় না পড়ে তার দিকেও খেয়াল রাখতে হবে। ভুলেও আয়নার সামনে দাঁড়িয়ে দম্পতিরা ঝগড়া বা তর্কাতর্কি করবেন না। 

শোয়ার ঘরে ভাঙা কাঁচ বা আয়না রাখবেন না। যেসব আয়না চৌকো নয় সেগুলিও শোয়ার ঘরে না রাখাই শ্রেয়। গোল আয়না মানুষের মনে দ্বন্দ্ব বাড়িয়ে দিতে পারে। আবার ভাঙা কাচ সম্পর্কে ফাটল তৈরি করতে পারে।  জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে আয়না বা ড্রেসিনটেবিল এমন হওয়া উতিৎ যা সহজেই সরানো যায়।  বিশেনা। ষজ্ঞের কথায় কখনই দরজার সামনে আয়না রাখবেন না। 

Share this article
click me!

Latest Videos

মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News