চলতি বছরের ৯ এপ্রিল শনিবার অর্থাৎ আগামীকাল অন্নপূর্ণা পুজো। এই পুজো নিষ্ঠা ভরে পালন করলে জীবনে অনেক কিছু লাভ হতে পারে। বিশেষ করে স্বল্প পরিশ্রমে প্রচুর ধন সম্পত্তির মালিক হতে কে না চায়। আবার কেউ কেউ অতিরিক্ত পরিশ্রম করলেও বিশেষ অর্থ লাভ করতে পারেন না। তবে অর্থলাভের জন্য অনেক সময় বিশেষ কিছু নিয়ম ও নিষ্ঠা পালন করতে হয়। তেমনই অন্নপূর্ণা পুজোর দিন নিষ্ঠা ভরে পুজো করলে জীবনে কোনওদিনই অর্থের অভাব হয় না। এর পাশাপাশি জীবনে কোনওদিনই কখনও অন্নবস্ত্রের অভাব হবে না। অন্নপূর্ণার পুজোর এমন কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে, যা করলে দেবী অনেক বেশি সন্তুষ্ট হন। এবং দারিদ্র ও অর্থকষ্ট কেটে যেতে পারে নিমেষে।
চলতি বছরের ৯ এপ্রিল শনিবার অর্থাৎ আগামীকাল অন্নপূর্ণা পুজো। এই পুজো নিষ্ঠা ভরে পালন করলে জীবনে অনেক কিছু লাভ হতে পারে। বিশেষ করে স্বল্প পরিশ্রমে প্রচুর ধন সম্পত্তির মালিক হতে কে না চায়। আবার কেউ কেউ অতিরিক্ত পরিশ্রম করলেও বিশেষ অর্থ লাভ করতে পারেন না। তবে অর্থলাভের জন্য অনেক সময় বিশেষ কিছু নিয়ম ও নিষ্ঠা পালন করতে হয়। তেমনই অন্নপূর্ণা পুজোর দিন নিষ্ঠা ভরে পুজো করলে জীবনে কোনওদিনই অর্থের অভাব হয় না। এর পাশাপাশি জীবনে কোনওদিনই কখনও অন্নবস্ত্রের অভাব হবে না। অন্নপূর্ণার পুজোর এমন কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে, যা করলে দেবী অনেক বেশি সন্তুষ্ট হন। এবং দারিদ্র ও অর্থকষ্ট কেটে যেতে পারে নিমেষে।
অন্নপূর্ণা পুজোর দিন পুজোর সময়, রীতি, নির্ঘন্ট মেনে পুজো করুন। সন্ধ্যাবেলায় এই পুজো নিষ্ঠাভাবে পালন করলে দেবীর কৃপালাভ হয়।
অন্নপূর্ণা পুজোর দিন এই কাজগুলি করলেই দেবী প্রসন্ন হন। প্রথমত পুজোর দিন সাদা রঙের কাপড় পরে পুজো দেওয়ার চেষ্টা করুন। এতে অন্নপূর্ণা দেবী সন্তুষ্ট হন।
অন্নপূর্ণা পুজোর দিন বাড়ির মধ্যে লবঙ্গ পুড়িয়ে নিন। তারপর সেই পোড়া লবঙ্গের ছাই এক টাকার উপর লাগিয়ে দুর্গা মন্দিরে অর্পণ করলে মনের কামনা পূর্ণ হয়।
অন্নপূর্ণা পুজোর দিন নিজের সাধ্যমতো কোনও পুরোহিতকে একটি সিধে দান করলে দেবী মা প্রসন্ন হবেন। এবং দেবীর কৃপালাভ হয়।
অন্নপূর্ণা পুজোর সময় একটি জবা ফুলের মধ্য লাল চন্দন লাগিয়ে এবং তার মধ্যে একটি গোটা এলাচ রেখে দেবী অন্নপূর্ণার কোনও মন্দিরে দান করলে দেবী সন্তুষ্ট হন। এই নিয়ম ঠিক মতো পালন করলে দেবীর কৃপালাভ হয়।
অন্নপূর্ণা পুজোর দিন একটি পিতলের পাত্রে বেশ কিছুটা পরিমাণে আতপ চাল দিয়ে মন্দিরের বাইরে বসে থাকা কোনও দরিদ্র ব্যক্তিকে দান করলে ভাল ফল পাওয়া যায়। শাস্ত্র বলে, স্বয়ং মহাদেব এই পুজোর দিন ভিক্ষুক রূপে আবির্ভূত হয়েছিলেন। নিয়ম মেনে এই কাজ করলেই মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়।
অন্নপূর্ণা পুজোর দিন নিষ্ঠাভারে এই নিয়মগুলি পালন করলেই যেমন অর্থের অভাব দূর হবে ঠিক তেমনই মনের সকল কামনাও পূরণ হবে। নিষ্ঠার সঙ্গে মা অন্নপূর্ণার পুজো করলে অর্থ লাভের পাশাপাশি নানান সমস্যারও পথ খুঁজে পাবেন।