এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Apr 14, 2022, 08:30 AM IST
এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের চতুর্থ মাস এপ্রিল। পাশাপাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল। বাংলার নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩০ দিন। বাংলার প্রখর দবদাহের সূচণা ও বৈশাখী ঝড় ঝঞ্জার মধ্যে দিয়ে প্রকৃতি সেজে ওঠে নিজের অন্য এক রূপে। বসন্তের সাজসজ্জা ত্যাগ করে ঝলসে যাওয়া তাপপ্রবাহে এক অন্য রূপে সেজে ওঠে প্রকৃতি। ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল কেমন প্রভাব ফেলবে রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশির উপর জেনে নেওয়া যাক-
কুম্ভ রাশির ব্যক্তিত্ব
রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এরা সাধারণত ভাল স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। এই রাশির প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। এদের জীবনে অনেক বার বাধা আসে আবার শুভ ঘটনাও ঘটে, বিশেষ করে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে। এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। চাকরির থেকে ব্যবসা ভাগ্য ভাল হয়। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে।  শনি গ্রহের এই জাতকরাও একা থাকতে ভালবাসে। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
কুম্ভ রাশির উপর এপ্রিল মাসের প্রভাব 
এপ্রিল মাসে কুম্ভ রাশির স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। ব্যবসার জন্য ঋণ গ্রহন করতে হতে পারে। সংসারের চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বেকারদের নতুন চাকরির সুযোগ মিলতে পারে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। কোনও ভালো কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। 

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে মকর রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর, জেনে নিন বিস্তারিত

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল