এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Apr 07, 2022, 09:29 AM IST
এপ্রিল মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের চতুর্থ মাস এপ্রিল। পাশাপাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল। বাংলার নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩০ দিন। বাংলার প্রখর দবদাহের সূচণা ও বৈশাখী ঝড় ঝঞ্জার মধ্যে দিয়ে প্রকৃতি সেজে ওঠে নিজের অন্য এক রূপে। বসন্তের সাজসজ্জা ত্যাগ করে ঝলসে যাওয়া তাপপ্রবাহে এক অন্য রূপে সেজে ওঠে প্রকৃতি। ইংরেজি বছরের চতুর্থ মাস এপ্রিল কেমন প্রভাব ফেলবে রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির উপর জেনে নেওয়া যাক-
সিংহ রাশির ব্যক্তিত্ব
রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নর নারির সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হবে। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। যে কোনও কাজে ঘনঘন মত পাল্টালে জাতকের ভাল হবে না। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
সিংহ রাশির উপর ফেব্রুয়ারি মাসের প্রভাব 
এপ্রিল মাসে সিংহ রাশির শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। আপনার ব্যবহারে ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। মনে বিষন্নভাব বাড়তে পারে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সামাজিক সম্মান লাভ করতে পারেন। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। বারতি আয়ের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Daily Horoscope: কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল