এই মাসে বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর

Published : Aug 14, 2022, 07:35 AM IST
এই মাসে বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের অষ্টম মাস অগাষ্ট। পাশাপাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের একাদশ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

ইংরেজি বছরের অষ্টম মাস অগাষ্ট। আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের একাদশ মাস। এ মাসে মোট ৩১ দিন। সম্রাট আউগুস্তুস ছিলেন রোমান সাম্রাজ্যের একাদশ সম্রাট। তার জন্মনাম ছিল গাইউস অক্তাভিউস। পরবর্তীতে তিনি নিজের নাম বদলে গাইউস ইউলিউস কায়েসার অক্তাভিয়ানুস রাখেন। এই রোমান সম্রাট আগস্টাসের সম্মানে মাসের নাকুম্ভণ করা হয় আগস্ট।

কুম্ভ রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এই রাশির প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। শনি গ্রহের এই জাতকরাও একা থাকতে ভালবাসে। এরা সাধারণত ভাল স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে। চাকরির থেকে ব্যবসা ভাগ্য ভাল হয়। এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। এদের জীবনে অনেক বার বাধা আসে আবার শুভ ঘটনাও ঘটে, বিশেষ করে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে। তবে জেনে নেওয়া যাক বছরের একাদশ মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই মাসে ব্যবসায় নতুন চাহিদা বৃদ্ধি পাবে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে

আরও পড়ুন- এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশি

আরও পড়ুন- কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর


অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে-
অগাষ্ট মাসে কুম্ভ রাশির সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। সংসারের চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। কোনও ভালো কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহন করতে হতে পারে। বেকারদের নতুন চাকরির সুযোগ মিলতে পারে। স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল