এই মাসে চাকুরীজীবীদের জন্য ভালো সময়, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর

বছরের অষ্টম মাস অগাষ্ট। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের অষ্টম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
 

ইংরেজি বছরের অষ্টম মাস অগাষ্ট। আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম মাস। এ মাসে মোট ৩১ দিন। সম্রাট আউগুস্তুস ছিলেন রোমান সাম্রাজ্যের সপ্তম সম্রাট। তার জন্মনাম ছিল গাইউস অক্তাভিউস। পরবর্তীতে তিনি নিজের নাম বদলে গাইউস ইউলিউস কায়েসার অক্তাভিয়ানুস রাখেন। এই রোমান সম্রাট আগস্টাসের সম্মানে মাসের নামকরণ করা হয় আগস্ট।

তুলা রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। চার বিশ্লেষণ শক্তি প্রবল। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। এরা চাকরি অপেক্ষা ব্যবসায় উন্নতি বেশি করবে। তবে জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই মাসে ব্যবসায় নতুন চাহিদা বৃদ্ধি পাবে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে

Latest Videos

আরও পড়ুন- এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশি

আরও পড়ুন- কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর

অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে-
অগাষ্ট মাসে তুলা রাশির ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বাড়তে পারে। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তৃতীয় কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। অভিভাবকদের সাহায্যে ব্যবসায় ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্ক এই মাসে খুব একটা সুখের হবে না। চাকুরীজীবীদের জন্য ভালো সময়। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে। 

Share this article
click me!

Latest Videos

কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News