এই উপবাস করলে মোক্ষলাভ হয়, জেনে নিন একাদশীর এই উপবাস সম্পর্কে

একাদশীর মাহাত্ম্য সম্পর্কে শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলেছিলেন। কথিত আছে, দেব উথানী  একাদশীতে প্রদোষ কালে শালগ্রামশিলায় তুলসী দিয়ে শ্রী হরি রূপে কাহিনি শ্রবণ করলেই পাপ কর্মের অবসান হয়। 

হিন্দু ধর্মে একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সমস্ত একাদশীর মধ্যে দেব উথানী  একাদশীর বিশেষ তাৎপর্য থাকবে। এই দিনে শ্রী হরি চার মাস পর যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন এবং চাতুর্মাস শেষ হয়। ৪ নভেম্বর ২০২২-এ দেব উথানি একাদশী উপবাস হবে। দেব উথানী  একাদশীর উপবাস পালন করলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। মৃত্যুর পর ব্যক্তি বৈকুণ্ঠ ধামে যায়। একাদশীর মাহাত্ম্য সম্পর্কে শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলেছিলেন। কথিত আছে, দেব উথানী  একাদশীতে প্রদোষ কালে শালগ্রামশিলায় তুলসী দিয়ে শ্রী হরি রূপে কাহিনি শ্রবণ করলেই পাপ কর্মের অবসান হয়। আসুন জেনে নেই দেব উথানী  একাদশীর উপবাসের গল্প।

দেব উথানী একাদশী ২০২২ মুহুর্ত-
কার্তিক শুক্লা দেব উথানী একাদশী তারিখ শুরু হয় - ৩ নভেম্বর ২০২২, সন্ধ্যা সাড়ে সাতটায়
কার্তিক শুক্লা একাদশীর তারিখ শেষ - ৪ নভেম্বর ২০২২, সন্ধ্যা ৬ টা বেজে ৮ মিনিটে।
দেব উথানী  একাদশীর উপবাসের সময় - ৫ নভেম্বর, সকাল ৬ টা বেজে ৩৯ মিনিটে- সকাল ৮ টা বেজে ৫২ মিনিট পর্যন্ত। 

Latest Videos

দেব উথানী  একাদশীর গল্প-
কিংবদন্তি অনুসারে, একাদশীর দিন এক রাজ্যে মানুষ থেকে শুরু করে পশুরাও খাবার গ্রহণ করেনি। কিংবা কেউ খাবার বিক্রি করেনি। একবার ভগবান বিষ্ণু রাজাকে পরীক্ষা করার জন্য এক সুন্দরীর রূপ নিয়ে রাস্তার ধারে বসে পড়লেন। রাজা পাশ দিয়ে যাওয়ার সময় সুন্দরীকে এখানে বসার কারণ জিজ্ঞেস করলেন। মহিলা বললেন, এই পৃথিবীতে তার কেউ নেই, সে নিঃস্ব। রাজা তার রূপ দেখে মুগ্ধ হয়ে বললেন, তুমি আমার রাণী হয়ে প্রাসাদে যাও।

সুন্দরীর ছদ্মবেশে শ্রীহরি রাজার সামনে এমন শর্ত রাখলেন-
সুন্দরী রাজার অনুরোধ মেনে নিলেন কিন্তু শর্ত দিলেন যে রাজাকে সমগ্র রাজ্যের অধিকার তার হাতে তুলে দিতে হবে এবং সে যা বলবে, সে খাবারে যা রান্না করবে তাই মানতে হবে। রাজা শর্ত মেনে নিলেন। পরের দিন একাদশীর দিন সুন্দরী অন্যান্য দিনের মতো ফলাহার না করে আমিষ খাবারের নির্দেশ দেন। রাজাকে আমিষ খাবার খেতে বাধ্য করে। রাজা বললেন, আজ একাদশীর উপবাসে আমি শুধু ফল খাই। শর্ত মনে করিয়ে দিয়ে রানী রাজাকে বললেন, এই আমিষ খাবার না খাওয়া হলে বড় রাজপুত্রের মাথা কেটে ফেলব।

আরও পড়ুন- সমস্ত মাঙ্গলিক কার্য হয় ডান হাতে, তবে কেন ভাই ফোঁটার মত পবিত্র রীতি পালন হয় বাম হাতে

আরও পড়ুন-ভাই ফোঁটার দিন আগে এই ছোট কাজটি করুন, দীর্ঘায়ুর বর পাবেন ভাই

আরও পড়ুন- কার্তিক মাসে পালন করুন এই নিয়মগুলি, সমস্যা দূর হয়ে

রাজা বিষ্ণুর পরীক্ষায় উত্তীর্ণ হলেন-
রাজা তার অবস্থান বড় রাণীকে জানালেন। বড় রানী রাজাকে ধর্ম পালন করতে বলেন এবং তার ছেলের শিরচ্ছেদ করতে রাজি হন। রাজপুত্রও পিতাকে ধর্ম ত্যাগ না করতে বললেন এবং খুশি হয়ে মাথা উৎসর্গ করতে রাজি হলেন। রাজা মরিয়া হয়ে সুন্দরীর কথা না শুনে রাজকুমারের মাথা বলি দিতে রাজি হলেন। তখন ভগবান বিষ্ণু তার কাছে রূপবতী রূপে আবির্ভূত হয়ে বললেন, এটা তোমার পরীক্ষা এবং তুমি তাতে উত্তীর্ণ হয়েছ। শ্রীহরি রাজার কাছে বর চাইতে বললেন। রাজা এই জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ জানিয়ে বললেন, এখন আমাকে রক্ষা করুন। রাজার প্রার্থনা শ্রীহরি স্বীকার করেন এবং মৃত্যুর পর তিনি বৈকুন্ঠ ধাম লাভ করেন।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : দিল্লিতে মেগা জনসভা প্রধানমন্ত্রী মোদীর, দেখুন সরাসরি
নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : PM Modi
‘Bangladesh যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের বোঝাতে হবে’ Suvendu Adhikari-র চরম হুঁশিয়ারি Yunus-কে
Firhad Siddiqullah-র মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন