আপনার বাড়িতে কি বাস্তুদোষ রয়েছে? নববর্ষের দিন এই ৫ কাজ করলেই দূর হবে সমস্যা

১৪২৯-কে স্বাগত জানাতে তৈরি আমাপর বাঙালি। এই বিশেষ দিনে মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। এবং শাস্ত্র মতে, গণেশের পুজো দিয়েই  যে কোন পুজোর শুরু হয়। আর এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। সিদ্ধিদাতা গণেশকে সঙ্কটমোচন বলা হয় । তাই বছরের প্রথমদিন গণেশের পুজো দিয়েই কোনও শুভ কাজ করাটাই ভাল।  শাস্ত্র মতেও বলা হয়, সৌভাগ্যের দেবতা হলেন গণেশ।  আর এই সিদ্ধিদাতা গণেশের আর্শীবাদে সংসারে শ্রীবৃদ্ধি ফেরে। 
 

১৪২৯-কে স্বাগত জানাতে তৈরি আমাপর বাঙালি। এই বিশেষ দিনে মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। এবং শাস্ত্র মতে, গণেশের পুজো দিয়েই  যে কোন পুজোর শুরু হয়। আর এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। সিদ্ধিদাতা গণেশকে সঙ্কটমোচন বলা হয় । তাই বছরের প্রথমদিন গণেশের পুজো দিয়েই কোনও শুভ কাজ করাটাই ভাল।  শাস্ত্র মতেও বলা হয়, সৌভাগ্যের দেবতা হলেন গণেশ।  আর এই সিদ্ধিদাতা গণেশের আর্শীবাদে সংসারে শ্রীবৃদ্ধি ফেরে। 

আজ  ১৫ এপ্রিল বাঙালির নববর্ষ উৎসব।  নববর্ষের প্রথম দিন ভালো কাজ করলে সারা বছর ভাল কাটে, তেমনটাই মনে করা হয়। এই বিশেষ দিনটি বাঙালি খুব ধুমধাম করেই পালন করে। তবে গত কয়েকবছরে করোনার জন্য উৎসবের রং অনেকটাই ফিকে ছিল। কিন্তু করোনার প্রকোপ কমতেই ফের স্বচ্ছে ফিরেছে বাঙালি।চলতি  বছর খুব ধুমধাম করেই হচ্ছে নববর্ষ পালন। তবে পুজো করতে হয় বলে করলে মোটেই ভাল ফল পাওয়া যাবে না। বরংনিয়ম না মেনে পুজো করলে মনোবাঞ্ছা তো পূরণ হবেই না পরিবর্তে দুর্ভাগ্যই সম্বল হবে । পয়লা বৈশাখের দিন নিয়ম মেনে এই কাজগুলি করলেই সমস্তা বাধা-বিপত্তি কেটে যাবে, এবং বছরভর ভাল কাটবে।

Latest Videos

 

 

পয়লা বৈশাখের দিন সমস্ত ব্যবসায়ীরা এই দিনটিতে ব্যবসার হাল ফেরাতে সিদ্ধিদাতার আরাধনায় মেতে ওঠে। নববর্ষের প্রথম দিনটা ব্যবসায়ীদের জন্য ভীষণ ভাল। নয়া বছরের শুরুতে ক্যাশবাক্সের উপর এক বাটি সাদা সর্ষে ও গুঁড়ো হলুদ রাখলে ভাল ফল পাবেন।

যাদের বাড়িতে বাস্তুর সমস্যা রয়েছে তারা পয়লা বৈশাখের দিন সকালে গঙ্গাজলে সাতটি আমপাতা ধুয়ে ভাল করে পরিস্কার করে নিন। তারপর তাতে তেল, সিঁদুর, হলুদের ফোঁটা দিন। তারপর সাতটি আমপাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপর টাঙিয়ে দিন। শেষে দরজায় ধূপ দেখিয়ে সেটা এক কোণায় পুতে দিন। তবে সেটা যদি বাড়ির দক্ষিণ-পূর্ব কোণ হয় তাহলে খুবই ভাল।

পয়লা বৈশাখের দিন সকাল বেলা স্নান করে ব্যবসার জায়গা  কিংবা দোকানে যাবেন। নববর্ষের দিনে পরিস্কার-পরিচ্ছন্ন পোশাক পরে ধূপ-ধুনো দেখাতে হবে। তবে শুধু পয়লা বৈশাখ নয়,  বছরের প্রতিটা দিনই শুদ্ধ কাপড় পরে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলায় বাড়িতে ধূপ-ধুনো দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে শুধু ধুনো নয়, ধুনোর সঙ্গে কর্পূর, তেজপাতা ও সাতটি লবঙ্গ দিয়ে দিন। তারপর সেই ধুনো গোটা বাড়িতে দেখান।

পয়লা বৈশাখের দিন তামার ঘটে গোটা সুপারি, হরিতকি, পাঁচটি কড়ি, গোটা হলুদ, কিছুটা আতপ চাল দিয়ে দিন। এই দিনে ঘটে লাল কাপড় বাঁধা ভাল। সেই ঘট বাড়িতেও কিনতে পারেন আবার দোকানেও রাখতে পারেন।

তবে বেশি আড়ম্বর কিংবা খুব ধুমধাম করে না পুজো না হলেও বাড়ির গণেশকে লাড্ডু বা মোতিচুর দিয়ে অবশ্যই পুজো দিন। গণেশ মূর্তি অবশ্যই লাল শালুর উপর বসিয়ে পুজো করুন। আর গণেশকে সবসময়েই সাদা ফুল দিয়ে পুজো করবেন। 

 

আরও পড়ুন-দেখে নিন বছরের প্রথম দিনে কার কার জীবনে আসতে পারে নতুন সম্পর্ক, রইল আজকের প্রেমের রাশিফল

আরও পড়ুন-পয়লা বৈশাখ কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে, দেখে নিন আপনার রাশিফল

আরও পড়ুন-বজরংবলীর কৃপা দৃষ্টি পেতে এই পাঁচ প্রকাশ ভোগ নিবেদন করুন, জেনে নিন কী কী

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News