মা লক্ষ্মীর কৃপা পেতে সকাল-সন্ধ্যে এক একটি কাজ করুন, খুলে যাবে আপনার ভাগ্য

আপনি জানেন কি মা লক্ষ্মীর কৃপা পাওয়া খুব একটা সহজ কাজ নয়। দেবীকে তুষ্ট করা খুব সহজ কথা নয়। তবে জ্যোতিষ মতে ব্যস্ততম সময়ও মা লক্ষ্মীকে তুষ্ট কারর সহজ নিয়ম রয়েছে। 

মা লক্ষ্মীর কৃপা পেলে জীবনে অন্ধকার দূর হয়। আসে শুভ সময়। জীবনে ফুলেফেঁপে ওঠে। জীবনে থাকে না কোনও হতাশা আর দুঃখ। কিন্তু আপনি জানেন কি মা লক্ষ্মীর কৃপা পাওয়া খুব একটা সহজ কাজ নয়। দেবীকে তুষ্ট করা খুব সহজ কথা নয়। তবে জ্যোতিষ মতে ব্যস্ততম সময়ও মা লক্ষ্মীকে তুষ্ট কারর সহজ নিয়ম রয়েছে। আর তারজন্য সকাল সন্ধ্যে একটি সময় বার করে আপনাকে অষ্টলক্ষ্মী স্তোত্র পাঠ করতে হবে। 

জ্যোতিষ অনুযায়ী সকাল আর সন্ধ্যে যদি মন দিয়ে অষ্টক্ষ্মী স্তোত্র পাছ করা যায় তাহলে আর্থিক স্থিতি আরও দৃঢ় হয়। তবে এর কিছু বিধিয় রয়েছে। প্রথমেই গঙ্গাজল দিয়ে দেবী মূর্তি শুদ্ধ করে নিন। তারপর বাড়ি ঈশান কোন দেবী মূর্তি স্থাপন করুন। ধূপ, প্রদীপ আর একটি মাত্র সাদা ফুল দিয়ে দেবীর আধারণা করুব। সেই সময়ই মন দিয়ে অষ্টলক্ষ্মীর স্তোত্র জপ করুন। 

Latest Videos

পুজোর সময় হালকা পোশাক পরুন, পুজোর স্থান পবিত্রি রাখুন। আগেই গঙ্গাজলের ছিটিয়ে রাখবেন। পুজো পাঠ শেষে মালক্ষ্মীর ভোগ হিসেব সপ্তাহে একদিন ক্ষীর প্রসাদ দিন। প্রসাদ পরিবারের সকল সদস্যের হাতে তুলে দেবেন। 

শ্রী অষ্টলক্ষ্মী স্তোত্রঃ
আদিললক্ষ্মী
সুমনস বন্দিত সুন্দরী মাধবি চন্দ্র সহদরি হেমময়ে। 
মুণিগণ বন্দিত মোক্ষ প্রসায়িনী মঞ্জুল ভাষিণী বেদনুতে। 
পঙ্কজবাসিনী দেবসুপুজীত সদা-গুণ বর্ষিণী শান্তুনুতে। 
জয় জয় হে মধুসূদন কামিনী আদিলক্ষ্মী পরিপালয় মাম্  । 


ধান্যলক্ষ্মী
অহিকলি কলি কল্ময় নাশিবী কামিনী বৈদিকরুপিনী বেদময়ে। 
ক্ষীরসমুদ্ভব মঙ্গলরূপিনী মন্ত্রনিবাসিনী বেদগণাশ্রিত পাদযুতে। 
জয় জয় হে মধুসূদন কামিনী ধান্যলক্ষ্মী পরিপালয় মাম্  । 

গজলক্ষ্মী
জয় জয় দুর্গতিনাশিনী কামিনী বৈদিক রুপিনী বেদময়ে 
রধগজ তুরগপদাতি সমাবৃত পরিজন মুণ্ডিত লোকনুতে। 
হরিহরি ব্রহ্ম সুপূজিত সেবিত তাপ নিবারিনী পাদযুতে। 
জয় জয় হে মধুসূদন কামিনী গজলক্ষ্মী পরিপালয় মাম্  । 

সন্তান লক্ষ্মী
অহি খগবাহিনী মোহিনী চক্রিনী রাগবিবধিনী জ্ঞানময়ে।
গুণগণবরিধী লোকহিতৈষিণী সম্পস্বর ভূষিত গাননুতে 
সকল সুরাসুর দেব মুণিশ্বর মানব বন্দিত পাদযুতে। 
জয় জয় হে মধুসূদন কামিনী সন্তান পরিপালয় মাম্  ।

বিজয় লক্ষ্মী
অহিকলি কল্মষ নাশিনী কামিনী বৈদিকরূপিনী বেদময়ে
ক্ষীহসমুদ্ভব মঙ্গলরূপিনী মন্ত্রি নিবাসিনী মন্ত্রনুতে 
মঙ্গলদায়িনী অম্বুজবাসিনী দেবগণাশ্রিত পাদযুতে
জয় জয় হে মধুসূদন কামিনী ধান্যলক্ষী পরিপালয় মাম্ 

ধার্যলক্ষ্মী
জয়বরবরষিনী বৈষ্ণবী ভার্গবী মন্ত্র স্বরূপিনী মস্ত্রময়ে 
সুরগণ পূজিত শীঘ্র ফলপ্রদ জ্ঞান বিকাসিনী শাস্ত্রনুতে 
ভবভয়হারিনী পাপবিমোচনি সাধু জনাশঅরিত পাদযুতে 
জয় জয় হে মধুসূদন কামিনী ধার্যলক্ষ্মী পরিপালয় মাম্ 

বিদ্যালক্ষ্মী
প্রণত সুরেশ্বরী ভারতী ভার্দবী শোকবিনাশিনী রত্মমহে 
মণিময় ভিষুক কর্ণ বিভূষণ শান্তি সমাবৃচ হাস্যমুখে 
নবনিধিদায়িনী কলিমলহারিনী কামিত ফলপ্রদ হস্তযুতে
জয় জয় হে মধুসূদন কামিনী বিদ্যালক্ষ্মী সদাপালয়  মাম্  

ধনলক্ষ্মী 
ধিমিধিমি ধিন্ধিমি ধিন্ধিমি দিন্ধিমী দুন্দুভি নাগ সুপূর্ণময়ে 
ঘুমঘুম ঘুঙ্ঘুম ঘুঙ্গমু ঘুঙ্ঘম শঙ্খনিনাদ সুবাদ্যনুতে 
বেদ পুরাণেতিহাস সুপূজিত বৈদিক মার্গ প্রদর্শিযুতে 
জয় জয় হে মধুসূদন কামিনী ধনলক্ষ্মী রূপেন পালয় মাম্ 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News