বাস্তুর নিয়ম মেনে বাড়িতে শুভ শক্তি ফিরিয়ে আনুন, সব অশান্তির থেকে মুক্তি পান

  • ঘড়ির কাটার দিক বরাবর দরজা খোলার ব্য়বস্থা রাখুন
  •  প্রধান দরজা ভাল কোনও কাঠ দিয়ে তৈরি করুন
  •   জীব-জন্তুর ছবি বা মূর্তি  প্রধান দরজায় রাখবেন না
  • প্রধান দরজার কাছাকাছি ঝর্না ব্য়বস্থা রাখবেন না
     

অনেকসময়,বাড়িতে নানা কারনে অশান্তির সৃষ্টি হয়। কিন্তু কখনই তার সঠিক কারন জানা যায়না। আসলে বিভিন্ন কারন বসত বাড়িতে নেগেটিভ এনারর্জির সঞ্চার হয়। তবে কয়েকটি বিষয় মেনে চললে আপনি, আপনার বাড়িতে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। আপনার পরিবারে আবার ভাল দিন ফিরে আসবে। আর্থিক,সামাজিক এমনকি কর্মক্ষেত্রেও আপনি নানা সুবিধা পাবেন। তাহলে কীকরে আপনার বাড়িতে পজিটিভ এনারর্জি প্রবেশ করাবেন, জেনে নিন

আরও পড়ুন, বাঙালি বিবাহের বৈদিক আচার, শাস্ত্রীয় প্রথা ও রীতি

Latest Videos

১। বাড়ির প্রধান দরজা সুন্দর করে  সাজান। স্বাগতমের জন্য় কিছু লিখুন। নেমপ্লেট রাখুন বাড়ির প্রধান দরজায়। তবে অবশ্য়ই যা করবেন  সংখ্য়াতত্ব মেনে করবেন।

২। বাড়ির প্রধান দরজার কাছাকাছি কখনোই জুতো রাখাবেন না। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করে।

৩। চেষ্টা করবেন সবসময় প্রধান দরজায় কালো রঙের যেকোনও কিছু এড়িয়ে চলতে।

৪।  বাড়ির প্রধান দরজা বানানোর সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। সেটি যেনও ঘড়ির কাটার দিক বরাবর খোলে।

আরও পড়ুন, বাড়িতে এই পোষ্যগুলি থাকলে ফিরবে সৌভাগ্য, দূর হবে নেগেটিভ শক্তি

৫। কোনও জীব-জন্তুর ছবি বা মূর্তি কখনই বাড়ির প্রধান দরজায় রাখবেন না। 

৬। বাড়ির প্রধান দরজা ভাল কোনও কাঠ দিয়ে তৈরি করুন। এতে পজিটিভ এনারর্জি সঞ্চার হয়।

৭। অনেক সময় বাড়িকে সাজাবার জন্য় বাড়ির প্রধান দরজার কাছাকাছি ঝর্না রাখেন। এটি এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। 

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া Madhyamgram-এ | North 24 Parganas News Today