নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে

Published : Aug 22, 2019, 12:00 PM ISTUpdated : Aug 22, 2019, 12:34 PM IST
নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে

সংক্ষিপ্ত

নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায় চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে

জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। আজ জানবো, যদি নামের প্রথম অক্ষর 'আর' হয়, তাহলে জেনে সেই ব্যক্তি সম্বন্ধে কিছু তথ্য।
যাদের নামের প্রথম অক্ষর আর হয় তাঁদের জীবনে সবুজ, ক্রিম, লাল প্রভৃতি রঙের প্রভাব খুব শুভ।

আরও পড়ুন- নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে
এদের মধ্যে নানা গুণের প্রতিভা লক্ষ্য করা যায়।
পরিবেশ পরিস্থিতির সঙ্গে এরা মানিয়ে নিয় নিজের কাজে সাফল্য লাভ করে থাকে।
তবে অনেক সময় জীবনে আর্থিক বিপর্যয় দেখা দেয়।
তবে এই জাতক জাতিকাদের উপর সৃষ্টিকর্তার আশীর্বাদ সবসময় থাকে।
এদের বেশিরভাগই প্রায় জীবনে সাফল্য লাভ করে।
এদের কাজের গতি প্রকৃতি সাধারণের তুলনায় দশগুণ বেশি বৃদ্ধি পায়
কম বয়সে বিয়ে হলে এদের জীবনে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয়।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার স্ত্রীর প্রতি মনোযোগ দিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: কর্মজীবন সংক্রান্ত বিষয়ে বিশেষ সুবিধা মিলবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল