নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে

Published : Aug 25, 2019, 12:31 PM IST
নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে

সংক্ষিপ্ত

নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায় চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে

জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। আজ জানবো, যদি নামের প্রথম অক্ষর 'টি' হয়, তাহলে জেনে সেই ব্যক্তি সম্বন্ধে কিছু তথ্য।
যাদের নামের প্রথম অক্ষর 'টি' তাঁদের জীবনে বাদামী ও হালকা সবুজ রং এর প্রভাব শুভ
এদের জেদ এবং অতিরিক্ত রাগের ফলে জীবনে প্রচুর ক্ষতি হয়।
এই জাতক -জাতিকাদের জীবনে সমস্যা কখোনই পিছু ছাড়ে না, প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হয় এদের
এদের জীবনে অসৎ ব্যক্তির প্ররোচনার ফলে ক্ষতির সম্মুখিন হতে হয়
এদের আত্মসম্মানবোধ অধিক, সেই কারণেই মানসিক কষ্টে ভুগতে হয় এদের

আরও পড়ুন- নামের প্রথম অক্ষর R হলে জেনে নিন সেই মানুষ সম্পর্কে


এদের জীবনে উপকারী বন্ধু ও পরিজনরা এদের জেদ এবং একরোখা মেজাজের ফলে সঠিক ভাবে উপকার করতে পারে না।
এদের জীবনে সঠিক বন্ধু বলতে কেউ থাকেনা প্রয়োজন মত এরা বন্ধুর সঙ্গে যোগাযোগ গড়ে তোলে
তবে জীবনে অনেক বাধা বিপত্তি থাকলেও সাফল্যে লাভ করে একটু দেরিতে
এদের মধ্যে বেশিরভাগ অংশই যাদের থেকে উপকার পায়, তাদের বিপদে পাশে দাঁড়াতে পিছ পা হয়ে যায়। তবে আবার এমনও অনেক আছে যারা অপরের উপকারেও সবার আগে ঝাঁপিয়ে পড়েন।

PREV
click me!

Recommended Stories

মীন রাশিতে মঙ্গল: ২০২৬ কেমন যাবে নরেন্দ্র মোদীর? বৃশ্চিক সহ এই ৫ রাশিতে খেল দেখাবে ভাগ্য
Weekly Horoscope: সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল