চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব পড়তে চলেছে বৃশ্চিক রাশির ওপর, জেনে নিন উদ্ধারের উপায়

Published : May 07, 2022, 03:16 PM ISTUpdated : May 07, 2022, 06:52 PM IST
চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব পড়তে চলেছে বৃশ্চিক রাশির ওপর, জেনে নিন উদ্ধারের উপায়

সংক্ষিপ্ত

এবছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৬ মে। সোমবার সকাল ৮.৫৯ থেকে ১০.২৩ পর্যন্ত চলবে। তবে, দিনের বেলায় সময় হওয়ার জন্য ভারতে চন্দ্রগ্রহণের দৃশ্যমানতা শূণ্য হবে। তাই সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণেরও সূতক সময় পালিত হবে না। তবে, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ দেখে যাবে গ্রহণ।

প্রতি মুহূর্তে অবস্থান পরিবর্তন করে চলেছে বিভিন্ন গ্রহ। আর জ্যোতিষ মতে, এর প্রভাব পড়ছে আমাদের নিত্য জীবনে। গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির সময় কতটা ভালো কাটবে, কতটা খারাপ। গ্রহের এই অবস্থানের পরিবর্তনের ফলে শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে চন্দ্রগ্রহণ। গণনা অনুসারে, আগামী ১৬ মে ২০২২ তারিখে বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এবছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে ১৬ মে। সোমবার সকাল ৮.৫৯ থেকে ১০.২৩ পর্যন্ত চলবে। তবে, দিনের বেলায় সময় হওয়ার জন্য ভারতে চন্দ্রগ্রহণের দৃশ্যমানতা শূণ্য হবে। তাই সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণেরও সূতক সময় পালিত হবে না। তবে, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ দেখে যাবে গ্রহণ। 

তবে, ভারতে দৃশ্যমান না হলেও গ্রহণের প্রভাব পড়তে চলেছে একাধিক রাশির ওপর। জ্যোতিষ মতে কঠিন সময় আসতে চলেছে বৃশ্চিক রাশির। রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ব্যক্তি প্রায়শই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে। এরা নিজেদের মতো চলতেই বেশি পছন্দ করেন। মঙ্গল গ্রহ এই রাশির আধিকর্তা হওয়ায় এর অশুভ প্রভাব পড়ে। সে কারণে এরা অহংকারী, গাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়। এদের প্রচুর সম্পত্তি থাকে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এরা কঠিন পরিশ্রম করেন। তবে, এরা ঠিক ভুলের বিচার করেন ন। যে পথে সাফল্য আসবে, সেই পথই অবলম্বন করে থাকেন। সে কারণে অনেকেই এদের পছন্দ করেন না। অন্য দিকে, এরা প্রায়শই অসুস্থ হয়ে পড়েন। 

গ্রহণের সময় অশুভ প্রভাব পড়তে চলেছে বৃশ্চিক রাশির ওপর। এই ফলে খারাপ সময় শুরু হতে পারে বৃশ্চিক রাশির। এতে আর্থিক ক্ষতি থেকে পারিবারিক অশান্তি- হতে পারে নানান সমস্যা। ফলে সতর্ক থাকুন বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। গ্রহণের দিনটি সতর্ক থাকুন। এই সময় কারও সঙ্গে বচসায় জড়াবেন না। কোনও নতুন বিষয় নিয়োগ করবেন না। ব্যবসায় কোনও নতুন সিদ্ধান্ত না নেওয়াই ভালো। চন্দ্র গ্রহণের সময় ‘ওম ক্ষীরপুত্রয় বিদমহে অমৃত তত্বয় ধীমাঃ তন্নো চন্দ্রঃ প্রচোদয়াৎ’ মন্ত্র জপ করুন। এতে সকল জটিলতা কেটে যাবে। তাই চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব পড়তে চলেছে বৃশ্চিক রাশির ওপর। এই সময় সতর্ক থাকুন। তা না হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। 

আরও পড়ুন- কন্যা রাশির সম্পর্কে জেনে রাখুন কয়টি কথা, সম্পর্কের ক্ষেত্রে এই চার ভুল করে থাকেন এরা

আরও পড়ুন- আজ এই তিন রাশির জীবনে আসবে নতুন প্রেম, জেনে নিন কার প্রেমভাগ্য ভালো কাটবে

আরও পড়ুন- শনিবার থেকে শুরু হতে চলেছে বিশেষ দিন, কুবের মহারাজের আশীর্বাদ পাবেন এই তিন রাশির জাতকরা
 

PREV
click me!

Recommended Stories

Weekly Horoscope: বর্ষশেষের এই সময়ে ১২ রাশির কেমন কাটবে এই সপ্তাহ! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
মঙ্গল গোচর ২০২৫: রাশি পরিবর্তনে এই মাসেই খুব খারাপ সময় শুরু হতে চলেছে ৫ রাশির