আমাদের জীবনে মানি ব্যাগের গুরুত্ব অপরিসীম। কারণ এর উপরেই নির্ভর করে আমাদের ভাগ্য। তাই অবশ্যই জেনে নেওয়া উচিত যে কীভাবে আমরা আমাদের মানিব্যাগ সাজিয়ে রাখব। বাস্তুমতে কয়েকটি খুঁটিনাটি বিষয় মেনে চললেই আমাদের ভাগ্য বদলাবে, আমাদের মানিব্যাগ শূন্য থাকবেনা। তাহলে জেনে নেওয়া যাক বাস্তুর সেই নিয়ম গুলি-
১। মানিব্যাগ কখনই টাকা শূন্য রাখবেন না। সামান্য কিছু পরিমান টাকা হলেও রাখবেন।
২। কখনই মানিব্যাগে বাড়তি কাগজ রাখবেন না। যেগুলি আপনার প্রয়োজন সেগুলিই রাখুন।
৩। অবশ্যই মনে রাখবেন, মানিব্যাগে অন্যের দেওয়া ভিজিটিং কার্ড রাখবেন না। এতে তার ভাগ্য আপনার উপর প্রভাব ফেলবে।
৪। মানিব্যাগ পারলে সবসময় চামড়ার কিনুন। চেষ্টা করবেন অন্য উপাদানের মানিব্যাগ ব্যবহার না করতে।
৫। মানিব্যাগের রঙ সবসময় চামড়ার নিজস্ব রঙের হলে ভাল হয়।
৬। খেয়াল রাখবেন যদি আপানার মানি ব্যাগে কোনও দেবদেবীর ছবি থাকে, তাঁকে যত্নে রাখুন।
৭। বাড়িতে ঢোকার পর আপনার মানিব্যাগ কখনই ছুড়ে রাখবেন না। যত্নে কোনও নির্দিষ্ট জায়গায় রাখুন।
আশা করা যায়, এগুলি মেনে চললে আপনার ভালো দিন ফিরে আসবে।