স্নানের সময় মেনে চলুন এই টোটকা, মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, জেনে নিন কী করবেন

আর্থিক ক্ষতি কিংবা অধিক অর্থ ব্যয়ের সমস্যা লেগেই আছে। এই সব থেকে মুক্তি পেতে প্রয়োজন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি। কথায় আছে, মা লক্ষ্মী চঞ্চলা। সে কারণে তিনি এক জায়গায় বেশিক্ষণ থাকেন না। এদিকে আবার মা লক্ষ্মীর কৃপা না পেলে আর্থিক জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। 

আর্থিক জটিলতা নিয়ে প্রায় সকলেই ভুক্তভোগী। অর্থ উপার্জনের জন্য সকলে পরিশ্রম করে চলেছেন। অনেক সময় কঠিন পরিশ্রমেও আয় বাড়ে না। তার ওপর, আর্থিক ক্ষতি কিংবা অধিক অর্থ ব্যয়ের সমস্যা লেগেই আছে। এই সব থেকে মুক্তি পেতে প্রয়োজন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি। কথায় আছে, মা লক্ষ্মী চঞ্চলা। সে কারণে তিনি এক জায়গায় বেশিক্ষণ থাকেন না। এদিকে আবার মা লক্ষ্মীর কৃপা না পেলে আর্থিক জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। 

মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে মেনে চলুন কয়টি বিশেষ টোটকা। স্নানের সময় রোজ একটি উপায় করুন। এতে সকল আর্থিক জটিলতা কেটে যাবে। এমনকী, আপনার জীবনের সব খারাপ সময় দূর হবে। যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা মুক্তি পাবেন। স্নানের জলে তুলসী পাতা দিন। সেই জলে স্নান করুন। এতে জীবনের সকল দুর্ভোগ কেটে যাবে। বাচ্চার স্নানের জলেও তুলসী দিতে পারেন। এতে বাচ্চার জীবনে উন্নতি ঘটবে। সকল দুর্ভোগ কেটে যাবে। 

বাস্তুদোষ দূর করতে তুলসী পাতা বেশ উপকারী। গঙ্গা জলে তুলসী পাতা দিন। তারপর সেই জল বাড়ির চারদিকে ছড়ান। এতে আপনার সংসারে কারও কু-নজর থাকলে তা কেটে যাবে। বাড়িতে তুলসী গাছ রাখলেও আর্থিক বৃদ্ধি হয়। শাস্ত্রে তুলসী গাছের অবদান বিস্তর। তুলসী গাছকে মা লক্ষ্মী হিসেবে পুজো করা হয়। তাই রোজ তুলসী গাছে জল দিলে আর্থিক বৃদ্ধি ঘটবে।  অন্য দিকে, তুলসী গাছে জল দেওয়ার সময় সেই জলে সামান্য দুধ মিশিয়ে দিন। এতে উপকৃত হবেন। শাস্ত্র মতে, তুলসী গাছে জলের সঙ্গে দুধ মিশিয়ে দেওয়া শুভ। 

তাছাড়া, স্নানের পর সূর্য দেবকে প্রণাম করবেন। সূর্য দিকে ধূপ ও জল নিবেদন করুন। এতে উপকার পাবেন। খ্যাতি, ঐশ্বর্য, জ্ঞানের প্রতীক হল সূর্যদেব। তাই তাঁর পুজো করলে উপকৃত হবে। তাছাড়া, রোজ নারকেল দিয়ে পুজো করুন। এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। শাস্ত্র মতে, যে কোনও মন্দিরে নারকেল দিয়ে পুজো দিলে আর্থিক বৃদ্ধি ঘটে। নারকেল শুভ হিসেবে গণ্য হয়। আর সকল দেবতাই নারকেলে তুষ্ট হন। তাই আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে এই টোটকা মেনে চলুন। তবে, এবার থেকে স্নানের জলে তুলসী পাতা দিনে স্নান করুন। উপকৃত হবেন।  

আরও পড়ুন- চুল কাটা থেকে লোহার দ্রব্য কেনা, মঙ্গলবার এই পাঁচটি কাজ করলে হতে পারে দুর্ভোগ

Latest Videos

আরও পড়ুন- Palmistry: হাতের এই চারটি রেখাই নিয়ে আসবে টাকা পয়সা, আপনাকে নিয়ে যাবে বিদেশও

​​​​​​​আরও পড়ুন- বাচ্চার নজর দোষ কাটাতে মেনে চলুন পাতিলেবুর টোটকা, জেনে নিন কী করবেন
 

Share this article
click me!

Latest Videos

'নামেই পুলিশমন্ত্রী মমতা, অভিষেক পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন' বিস্ফোরক Suvendu Adhikari | BJP
সমবায় সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য বিজেপির, জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন শুভেন্দু অধিকারী
গভীর রাতে দুষ্কৃতিদের চরম তাণ্ডব গোসাবায়! গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তাল গোটা এলাকা | Gosaba News
বেলডাঙা যাত্রায় বাঁধা! চরম বচসা সুকান্ত ও পুলিশের মধ্যে, পথ অবরোধে রাজ্য সভাপতি | Sukanta Majumdar
'মমতা আইনশৃঙ্খলা মুসলিম গুন্ডাদের হাতে তুলে দিয়েছে' ফের চাঁচাছোলা মন্তব্য গিরিরাজ সিং-য়ের