মানসিক অস্থিরতা দূর করতে মেনে চলুন জ্যোতিষ টোটকা, জেনে নিন কোন টোটকায় উপকার পাবেন

Published : Apr 08, 2022, 01:33 PM IST
মানসিক অস্থিরতা দূর করতে মেনে চলুন জ্যোতিষ টোটকা, জেনে নিন কোন টোটকায় উপকার পাবেন

সংক্ষিপ্ত

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে মেনে চলুন জ্যোতিষ টোটকা। শাস্ত্রে, একাধিক টোটকার উল্লেখ আছে। কীভাবে আর্থিক বৃদ্ধি ঘটবে তা যেমন রয়েছে শাস্ত্রে, তেমনই কীভাবে সকল বাধা কাটানো যায় তারও উল্লেখ আছে। এবার মেনে চলুন কয়টি বিশেষ টোটকা। যা মানসিক শান্তি এনে দেবে। সঙ্গে মানসিক অস্থিরতা দূর হবে। 

স্ট্রেসের সমস্যায় কম বেশি সকলেই আক্রান্ত। অফিসে কাজের চাপ, সংসারের চাপ, পারিবারিক অশান্তি-সহ একাধিক সমস্যায় জড়জড়িত অনেকই। এই সকল সমস্যা থেকে দেখা দিচ্ছে একের পর এক রোগ। মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে শরীরে বাসা বাঁধে একাধিক রোগ। এবার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে মেনে চলুন জ্যোতিষ টোটকা। শাস্ত্রে, একাধিক টোটকার উল্লেখ আছে। কীভাবে আর্থিক বৃদ্ধি ঘটবে তা যেমন রয়েছে শাস্ত্রে, তেমনই কীভাবে সকল বাধা কাটানো যায় তারও উল্লেখ আছে। এবার মেনে চলুন কয়টি বিশেষ টোটকা। যা মানসিক শান্তি এনে দেবে। সঙ্গে মানসিক অস্থিরতা দূর হবে। 

শাস্ত্র মতে একটি বিশেষ আংটি ধারণে মনের শান্তি মেলে। অর্ধেক সোনা ও অর্ধেক রূপো দিয়ে একটি আঙটি বানান। তা ধারণ করুন। যে কোনও সপ্তাহের বৃহস্পতিবার ধারণে মানসিক শান্তি পাবেন। এতে মানসিক অস্থিরতা দূর হবে। 

অনেকে অল্পেতে উদাসীন হয়ে যায়। ছোট ছোট বিষয় ভয় কাজ করে। তাদের জন্য রয়েছে বিশেষ টোটকা। প্রতিদিন পুজো শেষে জফরান ও হলুদ দিয়ে তিলক পরুন। এই তিলক মানসিক শান্তি এনে দেবে।

চাঁদের অবস্থানের প্রভাব পড়ে মানুষের মনে। শাস্ত্র মতে, মনের অস্থিরতা দূর করতে একটি মন্ত্র জপ করতে পারেন। ওম চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করুন রোজ। এতে মন শান্ত হবে। যাদের মনে সারাক্ষণ অস্থিরতা কাজ করে, তারা এই টোটকা মেনে চলতে পারেন। 

মন শান্ত করতে অশ্বগন্ধা শিকড় ধারণের নির্দেশ আছে। শাস্ত্র মতে, শনিবার অশ্বগন্ধা শিকড় ধারণ করতে পারেন। একটি ধূসর সুতো দিয়ে অশ্বগন্ধা শিকড় পড়তে পারেন। এতে সমস্যা থেকে নিষ্পত্তি পাবেন। 

গণেশের আরাধনায় মানসিক শান্তি পেতে পারেন। বুধবার গণেশের আরাধনা করতে পারেন। কোনও যাওয়ার আগে গণেশের মন্ত্র জপ করুন। এতে একদিকে যেমন মানসিক শান্তি মিলবে, তেমনই কেটে যাবে সকল বাধা। এই টোটকা মেনে চললে সকল মানসিক অস্থিরতা দূর হবে। 

শিবের পুজো করলেও মানসিক শান্তি পেতে পারেন। শিব লিঙ্গে জল ও দুধ ঢালুন। এতে শিবের কৃপা পাবেন। শিবের কৃপা পেতে মানসিক অস্থিরতা কেটে যায়। জ্যোতিষ এই টোটকা কয়েক দিন পালনেই নিতে তফাত দেখতে পাবেন। এবার থেকে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে মেনে চলুন এই সকল জ্যোতিষ টোটকা। 

আরও পড়ুন- বাংলা নতুন বছরে কেমন কাটবে ভারতবর্ষের ভাগ্য, কী রয়েছে বাংলার কপালে

আরও পড়ুন- বাস্তুদোষ কাটবে শঙ্খের গুণে, জেনে নিন কোথায় শঙ্খ রাখলে উপকার পাবেন

আরও পড়ুন- পয়লা বৈশাখে মা লক্ষ্মীর পুজো করতে মেনে চলুন এই টোটকা, আর্থিক সমৃদ্ধি ঘটবে

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: স্বপ্নের সঙ্গীর সঙ্গে সময় কাটানোর প্রবল সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল