দোল পূর্ণিমার শুভ তিথিতে বাড়িতে এই কয়টি পরিবর্তন আনুন, দূর হবে সকল অশান্তি

আর্থিক ক্ষতি (Financial Problems), স্বাস্থ্যহানীর (Health) কারণ হয় এই বাস্তুদোষ। শাস্ত্র মতে, সংসারকে রক্ষা করতে মেনে চলা উচিত কয়টি নিয়ম। শাস্ত্রে, কয়টি টোটকার (Tips) করা উল্লেখ আছে। দোলের দিন যেগুলো মেনে চলতে পারেন। শাস্ত্র মতে, দোল পূর্ণিমা (Holi) একটি শুভ দিন। এই দিন কয়টি উপায় করলে সর্বক্ষেত্রে সফল হবে। বাড়ির সকল বাধা দূর হবে এই টোটকা মেনে।

বাস্তু শাস্ত্র অনুসারে, বাড়িতে নেতিবাচক শক্তি (Negative Energy) থাকলে তা সর্বক্ষেত্রে প্রভাব ফেলে। একদিকে যেমন দাম্পত্য কলহ তৈরি হতে পারে, এই নেতিবাচক এনার্জির জন্য। তেমনই আর্থিক ক্ষতি (Financial Problems), স্বাস্থ্যহানীর (Health) কারণ হয় এই বাস্তুদোষ। শাস্ত্র মতে, সংসারকে রক্ষা করতে মেনে চলা উচিত কয়টি নিয়ম। শাস্ত্রে, কয়টি টোটকার (Tips) করা উল্লেখ আছে। দোলের দিন যেগুলো মেনে চলতে পারেন। শাস্ত্র মতে, দোল পূর্ণিমা (Holi) একটি শুভ দিন। এই দিন কয়টি উপায় করলে সর্বক্ষেত্রে সফল হবে। বাড়ির সকল বাধা দূর হবে এই টোটকা মেনে। জেনে নিন কী কী করবেন।   

শোওয়ার ঘরে রাধা কৃষ্ণের ছবি রাখতে পারেন। হোলি উৎসব (Holi Festival) প্রেমের উৎসব। এই উৎসবে রাধা-কৃষ্ণ একই সঙ্গে পুজিত হন। দাম্পত্য জীবনে (Marriage) অশান্তি চললে, এই টোটকা কাজে আসবে। আজ শোওয়ার ঘরে রাধ-কৃষ্ণার ছবি রাখুন। সেই ছবিতে আবির ও ফুল দিন। দাম্পত্য সুখ বজায় থাকবে। 

হোলির দিন শাস্ত্র মেনে রঙ (Color) কিনুন। লাল, গোলাপী, কমলা, সবুজ, হলুদ- এই কয়টি রঙ ব্যবহার করুন। এই রঙগুলো ইতিবাচকতার লক্ষণ বহন করে। ভুলেও কালো, বাদামী ও গাঢ় নীল রঙ ব্যবহার করবেন না। এতে নেগেটিভিটি ছড়ায়। তাই সব রঙ ব্যবহার না করাই ভালো। সঙ্গে জেনে নিতে পারেন আপনার রাশি অনুসারে কোন রঙ সেরা। সেই বুঝ রঙ কিনতে পারে। 

দোল পূর্ণিমা শুভ তিথিতে নরসিংহ স্তোত্র পাঠ করলে উপকার পাবেন। পৌরাণিক কাহিনি (Mythology) অনুসারে, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য শ্রী হরি নরসিংহের অবতার গ্রহণ করেছিলেন। সেই থেকে বিশ্বাস করা হয় যে, নরসিংহ স্তোত্র জপ করলে উপকার পাবেন। তাছাড়াও, হোলির চাঁচড়ের সময় আগুনে নারকেল দিলে ঋণের বোঝা দূর হয়।

Latest Videos


ব্যবসায় উন্নতির জন্য গোমতী চক্র উপকারী। হোলির পূর্ণ তিথিতে শিবলিঙ্গে ২১টি গোমতী চক্র অর্পণ করুন। আর ‘ওম নমো দণ্ডায় স্বাহা’ জপ করুন। এতে উপকার পাবেন। ব্যবসা সংক্রান্ত সকল বাধা দূর হবে। 
সকল বাস্তুদোষ কাটাতে দোলের দিন বাড়িতে চারা গাছ রোপণ করুন। বাড়িতে মানি প্ল্যান্ট ও তুলসী গাছ লগাতে পারে। এতে সকল বাস্তুদোষ দূর হবে। একদিকে যেমন সকলের স্বাস্থ্যের উন্নতি হবে, তেমনই সকল আর্থিক বাধা দূর হবে। এবার থেকে মেনে চলুন এই টোটকা। 

আরও পড়ুন- অলস ও দায়িত্বজ্ঞানহীন হন এই ৫ রাশির জাতকরা, এঁদের এড়িয়ে চলাই ভালো

আরও পড়ুন- ভুলতে পারছেন না পুরনো প্রেম, রইল পাঁচ রাশির খোঁজ, এরা সহজে প্রাক্তনকে ভুলতে পারে না

​​​​​​​আরও পড়ুন- সংসারে মা লক্ষ্মীর কৃপা পাবেন এই কয়টি জ্যোতিষ উপায়, মেনে চলুন এই টোটকা
 

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata