ভাগ্য ফেরাতে মূল্যবান রত্ন নয়, সৌভাগ্য ফিরে পান ঘরোয়া উপাদান ব্যবহারে

  • সঠিক নিয়মে গ্রহ-নক্ষত্র অনুযায়ী রত্ন ধারণ করলে ভাগ্য
  • আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে
  • অনেকের পক্ষেই সব সময় রত্ন ধারণ সম্ভব হয় না
  • চাল ও ডালের ব্যবহার করে সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন

Asianet News Bangla | Published : Jun 30, 2020 5:00 AM IST

জ্যোতিষশাস্ত্র মতে সঠিক নিয়মে গ্রহ-নক্ষত্র অনুযায়ী রত্ন ধারণ করলে ফিরতে পারে আপনার ভাগ্যও৷ তবে এই রত্ন ধারণের জন্য প্রয়োজন প্রচুর অর্থ যা সবার পক্ষে সব সময় খরচ করা সম্ভব হয় না। তাই জীবনের জটিল থেকে জটিলতর সমস্যা কাটাতে বা গ্রহ প্রতিকারের জন্য রত্ন ধারণ ছাড়াও এমন কিছু নিয়ম আছে যাতে সহজেই আপনি ঘরোয়া কিছু উপকরণ দিয়েই চাল ও ডালের ব্যবহার করেই সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। 

জ্যোতিষ শাস্ত্রে মতে, গ্রহের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস দান করলে গ্রহদোষ কাটানো সম্ভব হয়। কারণ দান করাকে পূণ্য সমান লাভ করা হয় বলে মনে করা হয়। তাই জটিল সমস্যা থেকে মুক্তি পেতে দান করার কথা বলছেন জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ মতে,  গ্রহদোষ কাটানোর অন্যতম উপায় হিসেবে কয়েকটি শস্যদানা পাখিদের খাওয়ালে কেটে যেতে পারে জীবনের জটিল থেকে জটিলতর সমস্যা। পাখিদের শস্যদানা খাওয়ালে শান্ত হয় গ্রহ।

মনে করা হয়, শনির দোষ কাটাতে বিউলির ডাল এবং কালো তিল পাখিদের খাওয়াতে পারেন।
 রাহু-কেতুর দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য পাখিদের বাজরার দানা খাওয়াতে পারেন। 
বৃহস্পতির গ্রহ দোষ কাটাতে পাখিদের ছোলার ডাল খাওয়ান।
গোটা মুগ বা তড়কার ডাল পাখিদের খাওয়ালে বুধের অশুভ প্রভাব কেটে যায়।
চন্দ্র এবং শুক্রের সঙ্গে যুক্ত দোষ কাটানোর জন্য পাখিদের চাল খাওয়ানো উচিত।  
পাখিদের গম খাওয়ালে সূর্য এবং মঙ্গলের অশুভ প্রভাব কেটে যায়। 

Share this article
click me!