গ্রহের পরিবর্তনের জন্য পাক ধরতে পারে চুলে, জেনে নিন জ্যোতিষ মত

নানা রকম প্রোডাক্ট (Products) ব্যবহার করে থাকি। এই সবের পরেও পাক ধরে চুলে। চুল সাদা (Gray Hair) হয়ে যায় অনেকের। জানেন কি চুল সাদা হয় গ্রহের প্রভাবে। গ্রহের অবস্থান পরিবর্তনের জন্য চেহারার ওপর প্রভাব পড়ে। চুল সাদা হয় এই কারণে। জেনে নিন জ্যোতিষ মতে চুল সাদা হওয়ার কারণ।  

চুল নিয়ে সারাক্ষণ চলে এক্সপেরিমেন্ট। কখনও হাইলাইস্ট (High Lights), কখনও কার্ল, কখনওবা স্ট্রেইট (Straights) করে থাকে। এই চুল সুন্দর রাখার জন্য চলে কত রকম প্রচেষ্টা। নানা রকম প্রোডাক্ট (Products) ব্যবহার করে থাকি। এই সবের পরেও পাক ধরে চুলে। চুল সাদা (Gray Hair) হয়ে যায় অনেকের। জানেন কি চুল সাদা হয় গ্রহের প্রভাবে। এমনই মত জ্যোতিষ শাস্ত্রের। গ্রহের অবস্থান পরিবর্তনের জন্য চেহারার ওপর প্রভাব পড়ে। চুল সাদা হয় এই কারণে। জেনে নিন জ্যোতিষ মতে চুল সাদা হওয়ার কারণ।
 
শুক্র গ্রহ দুর্বল থাকতে চুলে পাক ধরে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি সৌন্দর্য গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই গ্রহের দুর্বল অবস্থানের কারণে চুল অকালে সাদা হয়ে যায়। শুক্র দুর্বল থাকলে শরীরের ওপর খারাপ প্রভাব পড়ে। অথবা শুক্র যখন ৬, ৮ অথবা ১২ তম ঘরে থাকে তখন চুল সাদা হয়ে যায়।

বৃহস্পতির প্রভাবেও চুল সাদা হয়। চুল সাদা হওয়ার অন্যতম কারণ হল বৃহস্পতি (Thursday) শক্তিশালী হওয়া। যদিও বৃহস্পতি রাশিতে শক্তিশালী অবস্থানেই থাকে। তবুও তাদের চুলের রঙ পরিবর্তন হয়। গুরু যখন দৃঢ় অবস্থানে থাকে তখন ব্যক্তির মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করে। এ কারণে নিজের শরীরে প্রতি তারা খেয়াল রাখে না। এতে চুল সাদা হতে পারে। 
চাঁদের (Moon) অবস্থানের কারণেও অনেকের চুলে পাক ধরতে পারে। জ্যোতিষ মতে, চাঁদের দুর্বল অবস্থানের কারণে চুল সাদা হয়ে যায়। চন্দ্র, সূর্য, মঙ্গল ও রাহুর সঙ্গে থাকলে, চন্দ্র দুর্বল হয়ে পড়ে। তখন চুলের রঙ বদল হয়। 

এছাড়াও, টেনশন বা স্ট্রেস (Stress) র সমস্যায় ভুগছেন অনেকে। এর প্রভাবে দেখা দিচ্ছে একাধিক সমস্যা। এর মধ্যে পাকা চুলের (Hair) সমস্যায় ভুগছেন অনেকেই। নানা কারণে অল্প বয়সে চুল সাদা (Gray Hair) হয়ে যায় অনেকের। চুল পাকার সমস্যা রোদ করতে নিয়মিত এক্সারসাইজ (Exercise) করতে পারে। যোগা করলে সাদা চুলের সমস্যা দূর হবে। উষ্ট্রাসন, ত্রিকোনাসন, ভুজঙ্গাসন, মৎস্যাসন ও সুখাসন-র মতো আসন করতে পারেন। এর সঙ্গে স্বাস্থ্যকর খাবার খান। সঠিক খাদ্যাভ্যাস ও এক্সারসাইজ করলে সাদা চুলের সমস্যা সমাধান হয়। 

আরও পড়ুন- ভুলেও এই রাশির ছেলে-মেয়েদের ভরসা করবেন না, গোপন কথা পেটে রাখতে পারে না এরা

Latest Videos

আরও পড়ুন- গরু দানের মত পুণ্য মেলে এই ব্রত পালনে, জেনে নিন এই ব্রত পালনের গুরুত্ব

আরও পড়ুন- এই রাশির ছেলে-মেয়েরা স্ট্রেস নিয়ন্ত্রণে পারদর্শী, জেনে নিন তালিকায় কারা আছেন


 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি