১৮ মে বৃহস্পতিবার মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে । একই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ঘুরতে গিয়ে অপদস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মেষ-
অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নিয়ে চিন্তিত থাকবেন, তবে ভাইদের সাহায্যে সমাধান হতে পারে। যারা প্রেমময় জীবন যাপন করছেন, তাদের সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে।
বৃষ–
আপনি আপনার স্ত্রীকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারেন। আপনি যদি শ্বশুরবাড়ির কাউকে টাকা দেন, তাহলে তা আপনার সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারে।
মিথুন–
কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। আজ সারাদিন আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। থাইরয়েডের সমস্যায় ভোগান্তির যোগ।
কর্কট-
সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন। আজ তোমার মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখা দেবে যাতে, তোমার শত্রুরা নিজেদের মধ্যে যুদ্ধ করেই ধ্বংস হয়ে যাবে।
সিংহ–
ভোগবিলাসের যোগ রয়েছে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। চোখের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তির যোগ।
কন্যা -
সন্তানদের বায়নায় নাজেহাল হবেন। ঘুরতে গিয়ে অপদস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য পড়ে থাকা কার্জ সিদ্ধি হতে পারে।
তুলা–
মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। আজ পারিবারিক শান্তি বজায় থাকবে। কোনও কারণে শরীরিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক-
আজ কাজে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতির যোগ রয়েছে। শুভ কোনও খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। রক্তপাতের আশঙ্কা রয়েছে।
ধনু–
গাড়িচালকদের জন্য দিনটি খুব ভাল। ব্যবসায় প্রতিযোগীতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের থেকে দূরে থাকায় কষ্ট বাড়তে পারে। আজ ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম হতে পারে।
মকর-
থাইরয়েডের সমস্যায় ভোগান্তির যোগ। দুপুরের পড়ে গাড়ি একটু সাবধানে চালান। স্ত্রীর সঙ্গে বিবাদ বৃদ্ধির যোগ। ভাল কাজের জন্য কোনও উপহাস জুটতে পারে।
কুম্ভ–
ভক্তিমূলক কাজে মনোনয়ন ও তাতে শান্তি পাবেন। গান বাজনার থেকে আয় বৃদ্ধি হতে পারে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে।
মীন-
অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কর্মে বিপত্তির যোগ। স্নায়ুবিক কারণে কষ্ট পেতে পারেন। অসৎ সঙ্গের জন্য পরে অর্থ নাশ হতে পারে।