দেখা দিতে পারে নানান জটিলতা, গোটা দিন সতর্ক থাকুন তিন রাশির ছেলে মেয়েরা

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

অনেকেরই অফিসে শনি ও রবি থাকে ছুটি। তেমনই গুরুত্বপূর্ণ কোনও কাজ করার জন্য সোম থেকে শুক্র বরাদ্দ করে রাখেন সকলে। সেই অনুসারে কাজ না হলে সব জমে যায়। আবার পরিকল্পনা মতো কাজ শেষ না করলে অনেকে পড়েন বিপদে। তাই দিনের শুরুতে সকলেই পরিকল্পনা করে থাকেন দিন কেমন কাটাবেন। কখন কোন কাজ করবেন। কোন কাজে কত সময় ব্য়য় করবেন। কিংবা কোন কাজে কতটা পরিশ্রম ব্যয় করবেন। অফিসের কাজ, বাড়ির কাজ থেকে শুরু করে ব্যক্তিগত কোনও না কোনও কাজ থাকে। সেই পরিকল্পনা মতো দিন না কাটলে গোটা সপ্তাহ জুড়ে দেখা দেয় সমস্যা। তবে শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, বৃহস্পতিবার দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। দেখে নিন কার কার আজ কোন কোন সমস্যা হতে পারে। আজ কারা সম্মুখীন হতে পারেন কঠিন বিপদের। রইল বিশেষ তালিকা।

মিথুন রাশি

Latest Videos

২১ মে থেকে ২০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মিথুন। আজ মিথুন রাশির জন্য কঠিন দিন। গোটা দিন নানান কাজে আসবে বাধা। তেমনই পরিকল্পনা মতো কোনও কাজ করতে ব্যর্থ হবেন। আজ কাউকে মনের কথা প্রকাশ করা আগে সতর্ক হন। কারও চক্রান্তের শিকার হতে পারেন।

সিংহ রাশি

২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ। আজ সিংহ রাশির জন্য কঠিন দিন। নানান কাজে দেখা দিতে পারে বাধা। আজ নতুন কোনও পরিকল্পনা নেবেন না। তেমনই নতুন কাজে হাত দেবেন না। এতে সমস্যা তৈরি হতে পারে। আজ আগোটা দিন থাকুন সতর্ক। সামান্য ভুলে কঠিন সমস্যায় পড়তে। আজ সতর্কতার সঙ্গে সকল পদক্ষেপ নিন। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।

তুলা রাশি

২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি তুলা। আজ তুলা রাশির জন্য কঠিন দিন। আজ মন শান্ত রাখুন। ধৈর্য ধরে সব কাজ করুন। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি। আজ কাউকে গোপন কোনও পরিকল্পনা জানাবেন না।

 

 

আরও পড়ুন

ভাইদের সঙ্গে চলতে থাকা বিবাদের নিষ্পত্তি হবে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

শুক্রবারে ৬ রাশি সঙ্গীর সঙ্গে অনেকটা সময় একান্ত কাটাবে, দেখে নিন আপনার আজকের রাশিফল

১৫ জুনের পর থেকে চাকরিতে পদোন্নতির জন্য প্রস্তুত থাকুন, সূর্যদেব অপার কৃপা করতে চলেছেন

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari