আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন কে কে রয়েছেন তালিকাতে

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

গোটা দিন থাকুন সতর্ক। কোনও নতুন কাজে হাত দেওয়ার আগে সে বিষয় বিস্তারিত জেনে নিন। আজ সতর্ক না হলে হতে পারে বিপদ। শাস্ত্র মতে, প্রতিদিন সকলেরই নানান পরিকল্পনা থাকে। সেই অনুসারে কাজ না হলে, পরের দিকে দেখা দেয় সমস্যা। তবে, ভাগ্য সঙ্গ না দিলে কোনও কাজে সফল হওয়া কঠিন। শাস্ত্রে রয়েছে এমনই ব্যখ্যা। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান সঠিক না থাকলে কোনও কাজে সফল হওয়া কঠিন। এই গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির গোটা দিন কেমন কাটবে। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

সিংহ রাশি- ২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার সিংহ রাশি। আজ নানান কাজে ব্যঘাত ঘটতে পারে। কারও কোনও আচরণে দুঃখ পেতে পারেন। গোটা দিন থাকুন সতর্ক। আজ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে প্রবল। আজ কারও সঙ্গে বিবাদ হতে পারে। তাই না জেনে মন্তব্য করবেন না।

Latest Videos

তুলা রাশি- ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল তুলা। আজকের দিনটি তুলা রাশির জন্য কঠিন দিন। আজ দেখা দিতে পারে জটিলতা। আজ নিজের প্রাপ্য ক্ষমতার জন্য লড়াই করতে হতে পারে। আজ কারও সঙ্গে তর্ক করতে গিয়ে পড়তে পারেন বিপদে। আজ হতাশা জনক কোনও ঘটনা ঘটতে পারে। আপনি কারও আচরণে কষ্ট হতে পেতে পারেন। নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে। গোটা দিন থাকুন সতর্ক।

বৃশ্চিক রাশি- ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃশ্চিক। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। গোটা দিন থাকুন সতর্ক। তবেই মিলবে উপকার

 

আরও পড়ুন-

মঙ্গলবার এই রাশিগুলির মিলতে পারে প্রেম ও বিয়ের প্রস্তাব, জেনে নিন আপনার লাভ লাইফ

অপ্রীতিকর সংবাদ পেতে পারেন এই তারিখের জাতক-জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

মঙ্গলবার এই রাশিগুলির ঋণের বোঝা চাপতে পারে, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল

Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু