আজ সম্মুখীন হতে পারেন একাধিক বাধার, সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সপ্তাহের প্রতিটি দিনই সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোনওদিন ব্যবসায় গুরুত্বপূর্ণ কাজ থাকে, তো কোনও দিন কর্মক্ষেত্রে কোনও কাজ থাকে। কিন্তু, সব পরিকল্পনা মাফিক হবে কি না, তা নির্ভর করে রাশির ওপর। গ্রহের অবস্থার ঠিক থাকলে সব কাজে আসে সাফল্য। তেমনই গ্রহের অবস্থার ঠিক না হলে সব কাজে আসবে বাধা। এই কারণে আগে থেকে সব জানতে চান দিন কেমন কাটবে। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কার জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

মেষ রাশি- ২১ মার্চ থেকে ১৯ এপ্রিল হলে সেই ব্যক্তির রাশি হল মেষ রাশি। আজ গোটা দিন থাকে সতর্ক। আজ নানা কাজে আসতে পারে বাধা। নানান সমস্যা দেখা দিতে পারে। গোটা দিন থাকুন সতর্ক। কোনও নতুন কাজে আজ হাত না দেওয়াই ভালো। এতে হতে পারে সমস্যা। নিজের আবেগ আজ নিয়ন্ত্রণ করুন। আবেগের বসে কোনও সিদ্ধান্ত নিলে হতে পারে সমস্যা।

Latest Videos

কন্যা রাশি- ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কন্যা। আজ থাকুন সতর্ক। কোনও নতুন কাজে যেমন হাত দেবেন না। তেমনই কারও সঙ্গে আজ তর্ক করবেন না। এতে হতে পারে অশান্তি। আপনার আচরণে আজ কেউ দুঃখ পেতে পারে। তেমনই নিজের ভুল আচরণের জন্য আজ বিপদে পড়তে পারেন। কোনও গুজবে কান দেবেন না। তেমনই আজ কারও সম্পর্কে গসিপ করতে গেলে দেখা দিতে পারে বিপদ।

বৃশ্চিক রাশি- ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃশ্চিক। দিনটি বৃশ্চিক রাশির জন্যও কঠিন। আজ গোটা দিন থাকুন সতর্ক। নানান কাজে আসবে বাধা। আজ আপনার কোনও পূর্ব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তেমনই সতর্ক না থাকলে হতে পারে আর্থিক জটিলতা। আজ গ্রহের অবস্থানের কারণে কোনও পরিকল্পনা স্থায়ী নাও হতে পারে।

 

আরও পড়ুন-

বুধবার এই রাশিগুলির প্রেম জীবনে মিলতে চলেছে উষ্ণতার ছোঁয়া, জেনে নিন আপনার লাভ লাইফ

কর্মক্ষেত্রে অসতর্ক হলে বিপদ বাড়তে পারে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

বুধবার এই রাশিগুলির জন্য বিনিয়োগের সেরা দিন, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo