শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।
দিন খারাপ কাটলে সারাদিন মন থাকে ভারাক্রান্ত। অনেকে ক্ষতির সম্মুখীন হন। আবার কেউ সুযোগ হারান। সে কারণে দিনের শুরুতে সকলে ছকে ফেলেন দিন কেমন কাটাবেন। সেই অনুসারে, দিন না কাটলে দেখা দেয় বিপদ। এদিকে আপনার দিন কেমন কাটবে তা নিজে নিশ্চিত করা কঠি। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান সঠিক না থাকলে কোনও কাজে সফল হওয়া কঠিন। এই গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির গোটা দিন কেমন কাটবে। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।
বৃষ রাশি
২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজকের দিনটি কঠিন হতে চলেছে এই রাশির জন্য। আজ মেশ রাশির প্রবর্তনের কারণে অহংকার বোধ করতে পারেন। এতে হতে পারে আপনারই বিপদ। আজ পরিকল্পনা সত্ত্বেও কাজ সমাপ্ত নাও হতে পারে। আজ নিজের ভুল শিকার করে নিন। তা না হলে পড়তে পারেন বিপদে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃশ্চিক। আজকের দিনটি এই রাশির জন্য কঠিন দিন। আজ ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। আজ গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে। তেমনই মন রাখুন শান্ত ও ধৈর্য বজায় রাখুন। এতে জটিল থেকে মুক্তি পেতে পারেন। আজ নতুন কোনও পদক্ষেপ নেওয়ার আগে বিস্তারিত ভাবনা-চিন্তা করে নিন।
ধনু রাশি
২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল ধনু। আজকের দিনটি ধনু রাশির জন্য কঠিন দিন। আজ ইতিবাচক দৃষ্টি রাখুন। নানা কাজে হতে পারে বিপদ। আপনার ছোট ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। আজ গ্রহের পরিবর্তনের কারণে দেখা দিতে পারে জটিলতা। মেনে চলুন শাস্ত্র মত। এতে নানান কাজে হতে পারে বিপদ।
আরও পড়ুন
আন্তর্জাতিক জ্যোতিষ দিবস কবে এবং কেন পালন করা হয়, জেনে নিন এই দিনের গুরুত্ব
মঙ্গলবার এই রাশিগুলি প্রেমে বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, জেনে নিন আপনার প্রেমের অবস্থা
২১ মার্চ এই ৫ রাশির আর্থিক ভাবে শুভ দিন, দেখে নিন মঙ্গলবারের আর্থিক রাশিফল