Vastu Tips: ফকিরকে রাজা বানাতে পারে লোহার তৈরি এই বস্তুটি, জেনে নিন কিভাবে কাজে লাগাবেন

কালো ঘোড়ার খুরের নাল সবথেকে বেশি কাজ দেয়। ব্যবসার ক্ষেত্রে মন্দা পরিস্থিতি থাকলে এটি ব্যবহার করা হয়। অনেকের বাড়ির প্রধাণ দরজার উপরে ঘোড়ার খুরের নাল আটকানো থাকে। বাড়িতে ঘোড়ার খুরের নাল আটকানো থাকলে অর্থনৈতিক উন্নতি ঘটে

 

অনেকের বাড়িতে গেলে খেয়াল করে দেখবেন বাড়ির প্রধাণ দরজার উপরে ঘোড়ার খুরের নাল আটকানো থাকে। বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে ঘোড়ার খুরের নাল আটকানো থাকলে অর্থনৈতিক উন্নতি ঘটে। এই বস্তুটি বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশে বাধার সৃষ্টি করে। ফলে কোনও ধরনের উটকো ঝামেলা বা খারাপ পরিস্থিতির তৈরির আশঙ্কা থাকে না। জেনে নেওয়া যাক বাস্তু মতে এর উপকারীতা-

ঘোড়ার খুরের নাল ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে কালো ঘোড়ার খুরের নাল সবথেকে বেশি কাজ দেয়। শনির সাড়ে সাতি প্রভাব চলতে থাকলেও এই ঘোড়ার খুরের নাল থেকে উপকার পাবেন। এই নাল যদি আগুনে পোড়ানো হয় তবে এর গুনাগুন সম্পুর্ন নষ্ট হয়ে যায়, তাই ঘোড়ার নাল আগুনে পোড়ানো যাবেনা।

Latest Videos

কালো ঘোড়ার জন্য একটি নাল শনিবার দিনে বাড়িতে স্থাপন করুন। এতে সিঁদুরের ফোটা দিয়ে তিনটি লোহার পেরেক দিয়ে তবে টাঙান। এতে শনির প্রভাব কমতে শুরু করে। কালো ঘোড়ার খুরের নাল থেকে তৈরি পিন, পেরেক বা আংটি একটি লোহার পাত্রে সরিষার তেল নিয়ে তাতে রাখুন। তেল সহ এই পাত্র শনিবারে কোনও অশ্বত্থ গাছের নীচে রেখে দিলে শনির সাড়ে সাতি প্রভাব কমতে লঘু হতে শুরু করে।

ব্যবসার ক্ষেত্রে মন্দা পরিস্থিতি থাকলে এটি ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে ব্যবসার স্থানে ক্যাশবাক্সে কালো কাপড়ে মুড়ে কালো ঘোড়ার খুরের নাল রেখে দিন। ব্যবসার মন্দা কেটে গিয়ে সাফল্য ফিরে পাবেন। ঘরের সমস্যা বা আর্থিক কোনও সমস্যার ক্ষেত্রেও একইভাবে বাড়ির প্রধান দরজার উপরে ঘোড়ার খুরের নাল ইউ আকার অবস্থায় টাঙিয়ে দিন। কয়েকদিনের মধ্য়েই পরিস্থিতি অনুকূলে চলে আসবে। খারাপ নজর থেকে রক্ষার জন্য কালো ঘোড়ার খুরের নাল সরষের তেলে ঢুবিয়ে, মাথা থেকে পা পর্যন্ত ৭ বার ঘুরিয়ে কোনও ফাঁকা স্থানে পুঁতে দিন। এতে কুনজর এড়াতে পারবেন সহজেই।

কালো ঘোড়ার খুরের নাল সামাজিক সম্মান বৃ্দ্ধিতেও সাহায্য করে। শুধু তাই নয় বাড়িতে কালো ঘোড়ার খুরের নাল থাকলে সৌভাগ্য হবে আপনার নিত্য সঙ্গী। দুর্দশার থেকে মুক্তির জন্য কালো সুতো সরষের তেলে ডুবিয়ে রেখে, তা দিয়ে কালো ঘোড়ার খুরের নাল বেঁধে পুরনো কোনও চামড়ার জুতোর ভিতরে ভরে বট গাছের নীচে পুঁতে দিন। এতে দুর্দশা থেকে মুক্তি পাবেন সহজেই।

বাস্তুশাস্ত্রের মতে, বাড়ির ইতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পেলে পরিবারের সদস্যদের ভাগ্য ফিরতে বেশি সময় লাগে না। শুনতে অবাক লাগলেও বাস্তু মতে, কালো ঘোড়ার খুরের নাল বাড়িতে থাকলে রোগ ব্যাধির প্রকোপও অনেক কমে যায়। কালো ঘোড়ার খুরের নাল থেকে যে পজেটিভ শক্তির সঞ্চার হয়, তাতে পরিবারের সদস্যদের রাগ ও মানসিক অবসাদও কমে আসে।

মনে করা হয়, শোওয়ার ঘরে কালো ঘোড়ার খুরের নাল রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের উন্নতি ঘটে। ফলে বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকে। বাস্তুমতে, বাড়িতে কালো ঘোড়ার খুরের নাল রাখলে কোনওদিনও খাবারের অভাব হয় না। কালো কাপড় জড়িয়ে কালো ঘোড়ার খুরের নাল রাখলে পরিবারের সদস্যদের কোনওদিন চরম আর্থিক অনটনের মধ্যে পড়তে হয় না।

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed