১৯০ বছর জন্মাষ্টমীর দিনেই ঘুরে যাবে এই রাশিগুলির ভাগ্যের চাকা, তৈরি হচ্ছে বিরল যোগ

Published : Aug 16, 2025, 03:39 PM IST
zodiac signs

সংক্ষিপ্ত

জ্যোতিষীদের মতে জন্মাষ্টমীর দিনে অমৃত সিদ্ধিযোগ, গজলক্ষ্মী যোগ ও রাজরাজেশ্বর যোগ তৈরি হচ্ছে। যা কয়েকটি রাশির জন্য দুর্দান্ত সুযোগ করে দেবে। রাশিগুলি সম্পর্কে জেনে নিন। 

 

জন্মাষ্টমীর পবিত্র তিথিতেই তৈরি হচ্ছে একটি বিরল মহাজাগতিক যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর দিন গ্রহগুলির বিশেষ অবস্থা নিয়েছে। যা ১৯০ বছর পরে ঘটছে। এর পূর্বে এই অবস্থা দেখা গিয়েছিল ১৮৩৫ সালে। তারপর এই বছর দেখা যাচ্ছে। যার কারণে কয়েকটি রাশির ভাগ্য পরিবর্তন হবে। জ্যোতিষীরা জানাচ্ছেন চন্দ্র, সূর্য মঙ্গল ও বৃহস্পতি ১৯০ বছর পরে একই লাইনে অবস্থান করবে। তাতেই বদলে যাবে কয়েকটি রাশির ভাগ্য। 

জ্যোতিষীদের মতে জন্মাষ্টমীর দিনে অমৃত সিদ্ধিযোগ, গজলক্ষ্মী যোগ ও রাজরাজেশ্বর যোগ তৈরি হচ্ছে। যা কয়েকটি রাশির জন্য দুর্দান্ত সুযোগ করে দেবে। শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে। গোটা দেশজুড়েই মহাধূমধামের সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমীর উৎসব। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ জগতের ত্রাতা। সৃষ্টির স্থিতি বজায় রাখাই তাঁর দায়িত্ব। ভারতীয় শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের কৃপা পেয়ে থাকে কয়েকটি রাশি। রাশিগুলি হল

বৃষ রাশি

জন্মাষ্টমীরতে বৃষরাশির জাতক ও জাতিকাদের জন্য গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। এর প্রভাবে অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনও সুন্দর হবে।

মিথুন রাশি

এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টা খুবই শুভ। গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। এদের দক্ষতা ও কাজের মান্যতা এরা পাবে।

সিংহ রাশি

জন্মাষ্টমীর দিনেই সূর্য সিংহরাশিতে গোচর করবে। যা এই রাশির জাতকদের একটি বিশেষ সুবিধে দেবে। এদের চারপাসে একটি বড় পরিবর্তন দেখা যাবে।

তুলা রাশি

জন্মাষ্টমীর শুভ তিথিতে এই রাশির জাতকরা জীবনে উন্নতি করতে পারবে। আইনি ঝামেলা থেকে মুক্তি পাবে। া আয় বাড়বে, উচ্চ পদ পেতে পারেন।

কুম্ভ রাশি

এদেরও জন্মাষ্টমীর সময়টা খুব শুভ। এদের জন্য আদিত্যযোগ তৈরি হচ্ছে। এরা গৃহসুখ পাবে। এদের লাভের সম্ভাবনা দেখা দেবে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Daily Horoscope: কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল