পাঁচটি দুর্লভ সংযোগ ৫০০ বছর পর ঘটতে চলেছে। সর্বার্থ সিদ্ধিযোগ, প্রীতিযোগ, ইন্দ্রযোগ, ব্রক্ষ্মযোগের ফরে বিরাট পরিবর্তন আসবে বিভিন্ন জাতক জাতিকার জীবনে। কেরিয়ারে উন্নতি থেকে অর্থ প্রাপ্তি হতে পারে। তেমনই দাম্পত্য জীবনে আসবে সুখ। দেখে নিন এই তালিকায় আছে কোন কোন রাশি।