হোলির পরেই হবে নবগ্রহ রাশির পরিবর্তন। এই রাশি পরিবর্তনের ফলেই বদলে যেতে পারে বহু রাশির জাতক-জাতিকার জীবন।
এখন রাহুর সঙ্গে বুধ রয়েছে মীন রাশিতে। এরফলে সূর্য, বুধ, শুক্র, রাহু, চন্দ্রের মহামিলন বৃহস্পতির রাশিতে পঞ্চগ্রহী যোগে সৃষ্টি করেছে।
এরফলে বিরাট পরিবর্তন আসবে বেশ কিছু রাশির জীবনে। হোলির পরেই অভাব অনটন কেটে যাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকার জীবনে।
প্রথম যে রাশির জীবন একেবারে বদলে যেতে চলেছে তা হল কুম্ভ রাশি। এই রাশির ভাগ্য একেবারে বদলে যেতে পারে হোলির পরে।
আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে এবার বেশ কয়েকটি রাশির জীবনে। মকর,কুম্ভ ও বৃষ রাশির সমস্ত আটকে যাওয়া কাজ সম্পন্ন হবে।
এ ছাড়াও এই তিন রাশির জাতক জাতিকার বৈবাহির জীবনে সুখের ঝড় নেমে আসতে চলেছে।
প্রেমের জন্য আসবে অত্যন্ত সুখের সময়। হোলির পরে নতুন ভাবে জীবন শুরু হতে চলেছে এই তিন রাশির।
এ ছাড়াও কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য আসতে চলেছে। কাজের জগতে আরও নাম ডাক হবে এই তিন রাশির জাতক-জাতিকার।
Anulekha Kar