বুধ গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পায়।
জ্যোতিষ মতে, মহিলারা কানে সোনার দুল পরলে জাতকের কুষ্ঠিতে বুধ গ্রহ শক্তিশালী হয়। কানের ব্যথা, বধিরতা ইত্যাদি সমস্যা কমে। নানা ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।
বুদ্ধি বৃদ্ধি করে
কানে সোনার দুল পরলে বুদ্ধি বিকাশ ঘটে, শক্তি বৃদ্ধি পায়, মস্তিষ্ক সক্রিয় থাকে।