জীবনের সমস্ত বাধা দূর করতে, বাস্তু মতে বছরের প্রথম দিন থেকে রান্নাঘরে পালন করুন এই নিয়ম

জ্যোতিষশাস্ত্র মতে, কোনও পরিবারেই আর্থিক সমৃদ্ধি নিজে থেকে আসেনা, তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। তাই আপনিও যদি আর্থিক সমস্যায় ভুগে থাকেন, তবে পয়লা বৈশাখ থেকে এই একটি নিয়ম পালন করলেই কাটিয়ে উঠতে পারবেন জীবনের সকল বাধা ও বিপত্তি।

 

সবার জীবনেই কম-বেশি আর্থিক সমস্যা দেখা দেয়। জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না। আবার অনেক সময় রাশিচক্রে দারিদ্র যোগ বা বাস্তু দোষের কারণেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, তখন প্রতিকারের বিশেষ প্রয়োজন। জেনে নেওয়া যাক বছরের প্রথম দিন থেকে এই একটি নিয়ম পালন করলেই কাটিয়ে উঠতে পারবেন জীবনের সকল বাধা ও বিপত্তি।

জ্যোতিষশাস্ত্র মতে, কোনও পরিবারেই আর্থিক সমৃদ্ধি নিজে থেকে আসেনা, তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। তাই আপনিও যদি আর্থিক সমস্যায় ভুগে থাকেন, তবে পয়লা বৈশাখ থেকে এই একটি নিয়ম পালন করলেই কাটিয়ে উঠতে পারবেন জীবনের সকল বাধা ও বিপত্তি।

Latest Videos

পয়লা বৈশাখের রাত থেকেই পালন করা শুরু করুন এই নিয়ম। এই নিয়ম পালন করতে হবে রান্নাঘরে। এর ফলে রান্নাঘরে খাবারের কোনওদিনও ঘাটতি হবে না। সৌভাগ্যলক্ষ্মী সব সময় আপনার রান্নাঘরে বিরাজ করবেন। এর জন্য প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। 

এরপর একটি পরিষ্কার মাটির বা পিতলের প্রদীপে এক টুকরো কর্পূর নিতে তাতে দুটো নিঁখুত লবঙ্গ পুঁতে কর্পূরটি জ্বালিয়ে দিতে হবে। কর্পূরের ধোঁয়া রান্নাঘরের থেকে যাবতীয় নেগেটিভ শক্তি দূর করবে সহজেই। আর কাটিয়ে উঠতে পারবেন জীবনের যাবতীয় বাধা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : রাজ্য সড়ক অবরোধ করে জন্মদিন পালন তৃণমূল কাউন্সিলরের, গর্জে উঠলেন শুভেন্দু
'সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন মমতা' স্যালাইন কাণ্ড নিয়ে CM কে আক্রমণ Sukanta-র
অবশেষে খাঁচাবন্দি মৈপিঠের বাঘ, কীভাবে হল এই অসাধ্য সাধন? জানাচ্ছেন ফরেস্ট অফিসার । Sundarban Tiger
PM Modi Live : জম্মু- কাশ্মীরের সোনমার্গে প্রধানমন্ত্রী মোদী, সরাসরি | Asianet News Bangla Live
'ওদের চুলকানি হয়েছে, ভারত ওষুধ দিয়ে দেবে' | Suvendu Adhikari | #shorts |