Daily Horoscope: রবিবার এই রাশিগুলির দিন ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল

Daily Horoscope: রবিবার এই রাশিগুলির দিন ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল

Published : Nov 26, 2023, 10:57 AM IST

আয়-সম্পর্ক কেমন থাকবে আজ! কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা, কোন দিকে হবে আজ ভাগ্যের উন্নতি। কী বলছে আজকের রাশিফল |

মেষ রাশি– 
বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। গুরুজনদের অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্ম দক্ষতায় চাকুরীর স্থানে সুনাম অর্জন করতে পারবেন। সম্মানহানি হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে।

বৃষ রাশি–
সারাদিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। সঙ্গীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন। অসহায় কারও পাশে দাঁড়াতে হতে পারে। দূরে থাকা কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। আজ আর্থিক সাফল্য পাওয়ার দিন। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে।

মিথুন–
সারাদিন ব্যবসা ভাল চলবে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন।

কর্কট রাশি– 
সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সকালের দিকে পিতার সঙ্গে কোনও বিবাদ হতে পারে। শরীরে নানান রোগের উপদ্রব বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

সিংহ– 
আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন।

কন্যা– 
আপনার ঋণের পরিমান বাড়তে পারে। আপনার ভালো ব্যবহার আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে। কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষনের দায়িত্ব আসতে পারে। সমুদ্র তীরে ভ্রমণ হতে পারে। আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে।

তুলা– 
মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবের ফলে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। আজ সারাদিন অস্থিরভাব কাজ করবে। নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সাবধানে থাকুন প্রচুর ব্যয়ের যোগ রয়েছে।

বৃশ্চিক– 
আজ কোনও কারণে সম্মানহানি হতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে।প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ।

ধনু- 
প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না। সঙ্গীত চর্চার দিকে নতুন সুযোগ আসবে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে।

মকর– 
প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভাল। চোখের সমস্যায় ভুগতে হতে পারে। ভাইয়ের সঙ্গে সমস্যা বৃদ্ধি পাবে। প্রবাসে সাফল্য লাভ করার যোগ রয়েছে। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হতে পারে। বাড়তি খরচ হতে পারে।

কুম্ভ-
আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে বেড়াতে যেতে হতে পারে। সন্তান লাভ করার শুভ সংবাদ পেতে পারেন। শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। উচ্চ শিক্ষায় বাধা আসতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন, বিপদ হতে পারে।

মীন-
আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

05:07Rashifal : সোমবার মানেই মুড অফ? গ্রহ বলছে অন্য কথা, চেক করুন আজকের রাশিফল
05:01Rashifal Today : রবিবারের রাশিফল: কারা পাবেন সুখবর, কারা থাকবেন চাপে? জেনে নিন বিশদে
05:12শুক্রবার ১৮ এপ্রিল ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, জেনে নিন আজকের রাশিফল
08:14মঙ্গলবার ১৪ এপ্রিল ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, জেনে নিন আজকের রাশিফল
06:22Daily Horoscope: মঙ্গলবার ৮ এপ্রিল ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, জেনে নিন আজকের রাশিফল
05:24Ajker Rashifal : আজ কার ভাগ্যে চমক, কার জীবনে বাঁধা? রবিবারের রাশিফল বলছে অনেক কিছু, দেখুন
05:08শুক্রবার ৪ এপ্রিল কেমন থাকবে ১২ রাশির আর্থিক অবস্থা ? জেনে নিন আজকের রাশিফল
06:22বুধবার ২ এপ্রিল কেমন থাকবে ১২ রাশির আর্থিক অবস্থা ? জেনে নিন আজকের রাশিফল
08:14মঙ্গলবার পয়লা এপ্রিল কেমন যাবে ১২ রাশির প্রেমের সম্পর্ক? জেনে নিন আজকের রাশিফল
04:28Rashifal Today : সপ্তাহের প্রথম দিনেই সুখবর না চ্যালেঞ্জ? জেনে নিন রাশিফল