১০০ বছর পর ধনতেরাসে বিশেষ কাকতালীয় যোগ, এই সময় পুজো করলে ঘটবে আর্থিক বৃদ্ধি
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়, এবছর ২৯ অক্টোবর। এই দিন লক্ষ্মী, কুবের ও ধন্বন্তরীর পূজা করা হয়। এবছর ধনতেরাসে বিরল যোগ তৈরি হচ্ছে যার ফলে শুভ মুহূর্তে পুজো করলে আর্থিক বৃদ্ধি ঘটবে।
Sayanita Chakraborty | Published : Oct 28, 2024 10:38 AM IST / Updated: Oct 28 2024, 04:11 PM IST
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। এই দিন দেবী লক্ষ্মী, ভগবান কুবের ও আয়ুর্বেদের ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়।
এবছর ধনতেরাস পালিত হবে ২৯ অক্টোবর মঙ্গলবার। এই দিন তৈরি হচ্ছে বিশেষ যোগ। যার ফলে শুভ সময় পুজো শুরু করলে ঘটলে আর্থিক বৃদ্ধি।
প্রতি মুহূর্তে গ্রহ-নক্ষত্র তাদের অবস্থান পরিবর্তন করে চলেছে। এর প্রভাবে শুভ যোগ তৈরি হয়। এতে কোনও কোনও জাতক জাতিকার ভাগ্য খোলে তো কারও জীবনে দেখা দেয় জটিলতা।
শাস্ত্র মতে, এবার ১০০ বছর পর ধনতেরাসের দিন পাঁচটি আশ্চর্যজনক ঘটনা ঘটবে। এতে তৈরি হবে এক শুভ মুহূর্ত। আর সেই শুভ মুহূর্তে মা লক্ষ্মীর আরাধনা করলে মিলবে উপকার।
২৯ অক্টোবর ধনতেরাসের দিন ইন্দ্র যোগ, ত্রিপুরষ্কর যোগ, বৈধৃতি যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগ তারি চ্ছে। ১০০ বছর পর ঘটবে এমন ঘটনা।
শাস্ত্র মতে, ২৯ অক্টোবর সকাল ৭.৪৮ টা পর্যন্ত আছে ইন্দ্র যোগ। ত্রিপুষ্কর যোগ আছে সকাল ১০.৩১ পর্যন্ত। শুক্র ও বুধ বৃশ্চিক রাশিতে একত্রে লক্ষ্মী নারায়ন যোগ তৈরি হচ্ছে। যা অত্যন্ত শুভ।
এই সময় বিকেল ৫.৪৮ থেকে ৭.৫৪ মিনিটের মধ্যে দেবী লক্ষ্মীক আরাধনা করুন। এতে মিলবে মায়ের আশীর্বাদ।
ধনতেরাসের দিন অধিকাংশ বাড়িতে দেবীর পুজো হয়। মা লক্ষ্মীর কৃপা পেতে সকলে মায়ের আরাধনা করেন। এবছর সঠিক সময় পুজো শুরু করুন।
মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে জীবনের সকল জটিলতা দূর হবে। মায়ের কৃপা পেলে ঘটবে আর্থিক বৃদ্ধি। এই সময় ভক্তি ভরে দেবীর আরাধনা করুন।
তেমনই সোনা, রূপা কিংবা তামার জিনিস কিনতে পারেন। কিংবা ঝাড়ু কিনলেও মেলে মা লক্ষ্মীর আশীর্বাদ।