কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। এবছর ধনতেরাস ২৯ অক্টোবর। সঠিক সময়ে কেনাকাটা সম্পদ বৃদ্ধি করে, কিন্তু ভুল সময়ে কেনাকাটা বিপদ ডেকে আনতে পারে।
প্রতি বছর কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। পঞ্চাং অনুরাসে, এবছর ধনতেরাস পড়েছে ২৯ অক্টোবর। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ধনতেরাসের দিন সোনা, রূপা কিংবা অন্য কোনও ধাতুর দ্রব্য কিনলে ধন সম্পদ বৃদ্ধি হয়। সঠিক সময় শুভ দ্রব্য কিনলে আপনার সম্পত্তি তিন গুণ বৃদ্ধি পেতে পারে। তবে, সঠিক সময় কেনাকাটা না করলে পড়তে পারেন বিপদে।
ধনতেরাসে রাহু কাল
এবছর ধনতেরাস পালিত হচ্ছে ২৯ অক্টোবর। এই দিনটি শুভ হলেও কেনাকাটার জন্য নির্দিষ্ট সময় আছে। এই দিন রাহু কালে কেনাকাটা করবেন না। শাস্ত্র মতে, দুপুর ২টো ৫২ থেকে বিকেল ৪টে ২২ মিনিট পর্যন্ত রাহু কাল। এই সময় বাদ দিয়ে অন্য সময় কেনাকাটা করুন।
ধনতেরাসে কেনাকাটার শুভ সময়
ধনতেরাসে কেনাকাটার শুভ সময় শুরু হচ্ছে সকাল ১১ টা ৪২ মিনিট থেকে দুপুর ১২টা ২৭ মিনিট। এই সময় যানবাহন, নতুন বাড়ি, সম্পত্তি কিনতে পারেন। দ্বিতীয় শুভ মুহূর্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত। এই সময় সোনা ছাড়াও রূপা, গহনা, গাড়ি, ঝাড়ু, পিতলের বাসন, ইলেকট্রনিক সামগ্রী কিনতে পারেন। কিনতে পারেন রূপোর মুদ্রা, গণেশ এবং লক্ষ্মীর মূর্তি। তেমনই সোনা কেনার শুভ সময় শুরু হচ্ছে মঙ্গলবার ২৯ অক্টোবর সকাল ১০.৩১ মিনিট থেকে ৩০ অক্টোবর বুধবার সকাল ৬.৩১ মিনিট পর্যন্ত। অর্থাৎ ২০ ঘন্টা সময় আছে। তাই নিজের ধন সম্পত্তি বৃদ্ধি করতে চাইলে সঠিক সময় কেনাকাটা করুন।