মাঘ মাসে এই কাজগুলি অবশ্যই করুন, তাহলে আর্থিক সংকট কাটবে- পুণ্যলাভ হবে

মাঘ মাসের ধর্মীয় গুরুত্ব অনেক। পৌরাণিক গ্রন্থ অনুসারে এই সময় গৌতম ঋষির ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। আর সেই অভিশাপ থেকে মুক্তি পেতে ইন্দ্রদেব মাঘ মাসেই গঙ্গা স্নান করেছিলেন। তাতেই শাপমুক্তি ঘটে ইন্দ্রের।

 

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস হল একাদশ মাস। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই মাস অত্যান্ত পবিত্র। মোক্ষলাভের উপযুক্ত সময় এটি। মাঘ মাস বিষ্ণ ভগবান , সূর্য দেবতা ও মা গঙ্গাকে উৎসর্গ করা হয়। তাই মাঘ মাসে এই দেবতাদের পুজো করলে অবশ্যই তাদের আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি মাঘ মাসে গঙ্গাস্নান অত্যান্ত পূর্ণ। পৌরানিক বিশ্বাস অনুযায়ী এই মাসে গঙ্গা স্নান করলে পাপমুক্ত হওয়া যায়- স্বর্গলাভের পথ সুগম হয়।

মাঘ মাস শ্রীকৃষ্ণের একটু রূপের সঙ্গে জড়িয়ে রয়েছে। কারণ মাধব থেকেই এসেছে মাঘ শব্দটি। মাঘ মাসে কল্পাবাস কৃষ্ণ পুজো বিশেষ গুরুত্ব বহন করে।

Latest Videos

মাঘ মাসের ধর্মীয় গুরুত্ব অনেক। পৌরাণিক গ্রন্থ অনুসারে এই সময় গৌতম ঋষির ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। আর সেই অভিশাপ থেকে মুক্তি পেতে ইন্দ্রদেব মাঘ মাসেই গঙ্গা স্নান করেছিলেন। তাতেই শাপমুক্তি ঘটে ইন্দ্রের। শাস্ত্র অনুসারে মাঘ মাসের অমাবশ্যা ও পূর্ণিমাতে গঙ্গা স্নান করা খুব শুভ বলে মনে করা হয়। মাঘ মাসে যে কোনও নদীতে স্নানই পবিত্র বলে মনে করা হয়।

মাঘ মাসে বেশ কিছু নিময় মেনে চলতে জীবনে সুখ আর সমৃদ্ধি আসে। আর্থিক সংকট দূর হয়। পাপমুক্তি ঘটে।

১. পবিত্র এই মাসে ভগবান বিষ্ণর আরাধনা করলে পাপমুক্তি ঘটে। মোক্ষ লাভ হয়। অনেকেই মনে করেন স্বর্গপ্রাপ্তি হয়। দেবতার আশীর্বাদে আর্থক সংকট কেটে যায়। এই মাসে নদীতে স্নান করার সময় গঙ্গা স্তূতি গঙ্গা উৎস পাঠকরা জরুরি। মা গঙ্গার পাশাপাশি অন্যান্য দেবতারাও তুষ্ট হন।

২.মাঘ মাসে নদীতে স্নান করা খুব ভাল। কিন্তু তা যদি সম্ভব না হয় তাহলে নদীর জল এনে তা মিশিয়ে স্নান করুন। তাতে উপকার পাবেন। সকালে ঘুম থেকে অবশ্যই সূর্য প্রণাম করবেন। মাঘ মাসে প্রতিদিন গীতাপাঠ করা জরুরি। তাতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। জীবনে ইতিবাচক শক্তি বজায় থাকে। পারিবারিক সুখ আর সমৃদ্ধি বজায় থাকে।

মাঘ মাসে প্রতিদিন স্নানের পর বিষ্ণ পুজো করার উচিৎ। বিষ্ণুকে তিল নিবেদন করতে সুফল পাবেন।

মাঘ মাসে নিত্যদিন তিল খাওয়াওয় জরুরি। তিন মিশিয়ে স্নান করলে পুণ্য লাভ হয়।

বিষ্ণুর আশীর্বাদ পেতে তুলসী পুজো করতে হবে। এই মাসে মূলোখাবেন না। তা ক্ষতি করবে। মাঘ মাসে দানধ্যান করলে সুখলাভ হয়।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)