কাজ করেও টাকা ধরে রাখতে পারছেন না? পুরুষদের এই ভুলেই সংসারে আর্থিক উন্নতিতে বাধা

Published : Oct 13, 2025, 08:09 PM IST

Astro Tips: চাকরি-ব্যবসা করেও টাকা ধরে রাখতে পারছেন না। পুরুষদের কিছু অভ্যাসে রুষ্ট হন লক্ষ্মীদেবী। কী করলে সংসারে আয় উন্নতি হবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ  ফটো গ্যালারি… 

PREV
15
কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?

পুরুষদের আয় উন্নতির জন্য যে ভুলগুলি মোটেও করা উচিত নয়- গোধূলিবেলায় ঘুমানো। গোধৃলিবেলায় ঘুমালে মা লক্ষ্মী রুষ্ট হন। কারণ, গোধূলিবেলা দিনের অত্যন্ত শুভ সময় বলে ধরা হয়। এই সময় তাই পুরুষদের একদমই ঘুমানো উচিত নয়। গভীর ঘুম তো একদমই অনুচিত। 

25
ওয়ালেট বা পার্সের অসম্মান

ওয়ালেট বা পার্সের অসম্মান কখনই করা উচিত নয়। আপনার টাকা রাখার স্থান বা ওয়ালেটকে সবসময় সম্মান দিতে হবে। যেখানে-সেখানে ওয়ালেট ছুঁড়ে ফেলে দেওয়া বা অযত্ন করা একদমই উচিত নয়। কারণ, ওয়ালেটকে মা লক্ষ্মী হিসেবে গণ্য করা হয়। এছাড়াও ওয়ালেটে অপ্রয়োজনীয় কাগজও রাখা উচিত নয়। 

35
অপরিস্কার থাকা

পুরুষ মানুষ একা থাকুক কিংবা পরিবারের সঙ্গে। সবসময় পরিস্কার-পরিছন্ন থাকা বাঞ্ছনীয়। নোংরা থাকলে জীবনে নেতিবাচক প্রভাব বেড়ে যায়। এছাডা়ও অপরিস্কার জায়গায় মা লক্ষ্মী থাকেন না। বাড়ি সবসময় পরিস্কার পরিছন্ন থাকলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। 

45
নারীশক্তির অপমান

শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, নারী শক্তির বা বাড়ির মা-বোন, স্ত্রীদের অপমান কখনই করা উচিত নয়। এতে ধনদেবী রুষ্ট হন। সংসারে অশান্তি নামলে আয় উন্নতিতে বাধা  সৃষ্টি হয়। আর্থিক দুর্দশা নেমে আসে এবং সংসারে নেতিবাচক প্রভাব পড়ে। 

55
দক্ষিণ দিকে মুখ করে খাবার গ্রহন

বাড়ির কর্তা যদি দক্ষিণ দিকে মুখ রেখে খাবার গ্রহন করেন তাহলে তা স্বাস্থ্য এবং কেরিয়ারের উপর প্রভাব ফেলতে পারে। বাস্তু মতে, বাড়ির কর্তা বা পরিবারের প্রধানের দক্ষিণ দিকে মুখ রেখে খাবার খাওয়া উচিত নয়। শুধু তাই নয়, সঠিক দিকে মুখ রেখে খেলে সুস্বাস্থ্য বজায় থাকে এবং কেরিয়ারের উন্নতি হয়। 

Read more Photos on
click me!

Recommended Stories