এক কোয়া রসুন বদলে দেবে আপনার ভাগ্য, হবেন কোটিপতি, রইল জ্যোতিষ টোটকা

Published : Mar 22, 2025, 12:38 PM IST

রান্নায় স্বাদ বাড়ানো ছাড়াও রসুনের রয়েছে জ্যোতিষ টোটকা। মানিব্যাগ থেকে শুরু করে বালিশের নিচে রসুন রাখলে আর্থিক উন্নতি ও সৌভাগ্য আসতে পারে। কু নজর থেকে বাঁচতেও এটি কার্যকরী।

PREV
110

হেঁশেলের জনপ্রিয় উপাদান হল রসুন। যে কোনও পদে স্বাদ আনতে অপরিহার্য এই উপাদান।

210

তেমনই রসুনে আছে নানান গুণ। যা শরীরে ইমিউনিটি জোগায়। তেমনই ওজন কমাতে ও চুল পড়া বন্ধ করতে এর জুরি মেলা ভার।

410

মানিব্যাগে রাখতে পারেন ১ কোয়া রসুন। খরচ কম হবে।

510

আলমারিতে মাসের খরচের টাকা রাখেন সেখানে রসুনে কোয়া রাখুন। এতে খরচ কম হবে।

610

কু নজর পড়ছে আপনার ওপর বা আপনার সন্তান-স্বামীর ওপর? নীল কাপড়ে এক কোয়া রসুন বেঁধে বাড়ির সদর দরজার ওরক ঝুলিয়ে।

710

বাড়িতে সুখ শান্তি আনতে শনিবার ও মঙ্গলবার সাতটা কোয়া রসুন একটা কাঠিতে গেঁথে বাড়ির উঠান বা বাগানে।

810

বাড়িতে সুখ শান্তি আনতে শনিবার ও মঙ্গলবার সাতটা কোয়া রসুন একটা কাঠিতে গেঁথে বাড়ির উঠানে বা বাগানে রেখে দিন। এত

910

রাতে খারাপ স্বপ্ন দেখেন। তাহলে বালিশের নিচে ৩ কোয়া রসুন রেখে দিন।

1010

মেনে চলুন এই সকল টোটকা। এতে আর্থিক উন্নতি হবে। মিলবে উপকার।

click me!

Recommended Stories