পরীক্ষা হোক বা চাকরির ইন্টারভিউ-তে যাওয়ার আগে এই টোটকা পালন করুন, সাফল্য আসবে নিশ্চিত

Published : Mar 10, 2025, 04:21 PM IST

মনের মতো চাকরি বা পরীক্ষায় ভালো ফল পাচ্ছেন না? কিছু ঘরোয়া টোটকা পালনের মাধ্যমে এই বাধা কাটিয়ে উঠুন। এই টোটকাগুলি মেনে চললে কর্ম ও শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে।

PREV
110

অনেক সময় হাজার চেষ্টা সত্ত্বেও মনের মতো চাকরি পাওয়া যায় না। কিংবা অনেক সময় চাকরি পেলেও বেতন সঠিক হয় না। তেমনই কোনও পরীক্ষায় হাজার প্রস্তুতি নিয়ে যাওয়া সত্ত্বেও মনের মতো রেজাল্ট হয় না। 

210

আজ রইল এই সকল সমস্যা থেকে মুক্তির উপায়। যারা হাজার পরিশ্রম করার পরও পরীক্ষা হোক বা চাকরির ইন্টারভিউ-তে সফল হচ্ছেন না তারা এই সকল টোটকা পালন করুন। জেনে নিন কী করবেন।

410

কাজের যাওয়ার আগে বাড়ির সদর দরজার সামনে কয়েকটা গোলমরিচ ছড়িয়ে দিন। সেই ছড়ানো গোলমরিচের ওপর দিয়ে হেঁটে চলে যান। এই সময় পিছনে তাকাবেন না।

510

বাইরে বের হওয়ার আগে মিষ্টি খেয়ে তারপর যে কোনও কাজে যান। এতে সফল হবেন।

610

বাইরে কাজে বেরনোর আগে একটা গোটা পাতিলেবুর মধ্যে চারটে লবঙ্গ ফুটিয়ে ঘরের ঈশান কোণে রেখে চলে যান।

710

কোনও কাজে সফলতা পেতে বাইরে বের হওয়ার আগে পাঁচটা তুলসি পাতা খেয়ে জল মুখে দিয়ে যান।

810

যে কোনও কাজে সফলতা পেতে বাইরে যাওয়ার আগে একটা চামচে সামান্য ঘি-র সঙ্গে সামান্য চিনি মিশিয়ে মুখে দিয়ে বাইরে যান। এতে সাফল্য আসবে।

910

যে কোনও কাজে সফলতা পেতে বাইরে যাওয়ার আগে গরুকে সবুজ ঘাস খাওয়ান।

1010

মেনে চলুন শাস্ত্র মত। এতে সব কাজে আসবে সাফল্য। পরীক্ষা হোক বা চাকরির ইন্টারভিউ-তে যাওয়ার আগে এই টোটকা পালন করুন। যারা হাজার পরিশ্রম করেও সফল হন না তারা এই টোটকা পালন করুন। এতে আসবে সাফল্য। জীবনের সকল জটিলতা দূর হবে। অনেক সময় নানান কাজে বাধা আসে। তেমনই সাফল্যের পথে আসে বাধা। এই সব বাধা কাটাতে জ্যোতিষ টোটকা মেনে চলতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। এতে মিলবে সাফল্য।

click me!

Recommended Stories