
Sawan Vrat Tips: শ্রাবণ সাম মানেই হিন্দু ধর্মালম্বীদের কাছে বাবার জন্মমাস। কথিত আছে মহাদেব এই মাসেই নাকি জন্মগ্রহন করেছেন। তাই শ্রাবণ মাসেই অনেক হিন্দুরাই মাছ-মাংস খাওয়া এড়িয়ে চলেন। প্রতি সোমবার শিবের উপাসনায় বিশেষ ব্রতও পালন করেন। কথিত আছে এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে জীবনে উন্নতি লাভ হয়। নানারকম সমস্যা থেকে মুক্তি মেলে। সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে জীবন। এমনকি এই মাসে শিবের পুজো করলে রক্ষা মেলে শনির সাড়েসাতির দশা থেকে। প্রভাব মুক্ত হয় সাড়েসাতির। তবে এর জন্য বিশেষ কিছু করতে হবে না। শ্রাবণ মাসে শিবলিঙ্গে এই বিশেষ জিনিসগুলি নিবেদন করলেই শনির এই সাড়েসাতির দশা থেকে মুক্তি মেলে।
আসুন তাহলে জেনে নিই শ্রাবণ মাসে শিব লিঙ্গে কী কী নৈবদ্য অর্পণ করবেন:-
চলছে শ্রাবণ মাস। এই সময়ে শিব-পার্বর্তীর পুনর্মিলন হয়। ফলে সংসারে সুখ সমৃদ্ধি লাভ করতে চাইলে শ্রাবণ মাসে শিব লিঙ্গে অর্পণ করুন কালো তিল। কথিত আছে কালো তিল হল শনিদেবের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে শ্রাবণ মাসের যে কোনও সোমবার শিব লিঙ্গে দুধ গঙ্গাজলের সঙ্গে একটু কালো তিল মিশিয়ে তা শিবের মাথায় ঢাললে দারুন প্রাপ্তি মেলে। ঘুচে যায় সাংসারিক দুর্দশা। এতে শনিদেবও শান্ত হন। এবং পাওয়া যায় বাবা মহেশ্বরের আশীর্বাদও।
শমীপাতা:- হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণ মাসের সোমবার শিব লিঙ্গে জল ঢালার সময় শমী পাতা নিবেদন করলে প্রশান্ত হন বাবা তারকেশ্বর। কারণ, এই শমীপাতা হল শনিদেব ও মহাদেব দুজনেরই খুব পছন্দের একটি পাতা। ফলে এই পাতা পুজো করার সময় শিব লিঙ্গে অর্পণ করলে শনির কুপ্রভাব থেকে মুক্তি মেলে। জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ হয়।
অপরাজিতা ফুল:-
শনিদেবের পছন্দের রঙ হল নীল। আবার মহাদেবের পছন্দের ফুল হল নীল অপরাজিতা। সুতরাং শ্রাবণ মাসের যে কোনও সোমবার মহাদেবের পুজোর সময় শিব লিঙ্গে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল অর্পণ করুন। এতে সংসারে সৌভাগ্য ফিরবে। শনির কুপ্রভাব থেকে রেহাই মিলবে। কাটবে সাড়েসাতির ভয়হ্কর দশা। সন্তুষ্ট হবেন মহাদেব।
সর্ষের তেলের প্রদীপ:-
শ্রাবণ মাসের প্রতি সোমবার শিব লিঙ্গের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রদীপের তাপে ক্ষয় হবে সংসারের নেতিবাচক শক্তি। জীবনে আসবে সুখ সমৃদ্ধি ও শান্তি। কারণ, শ্রাবণ মাসের সোমবার এই কাজটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে ভোলামহেশ্বর যেমন তুষ্ট হন তেমনি শনিদেবের ও কৃপা মেলে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।