আজ ৩১ অক্টোবর পালিত হচ্ছে দীপাবলি। এই দিন ঘরে ঘরে পুজিত হন মা লক্ষ্মী। দীপাবলিতে মা লক্ষ্মীর পুজোর সময় বিকেল ৫.৩৬ থেকে রাত ৮.১১ মিনিট পর্যন্ত।
210
প্রতিবছর এই দিনে মা লক্ষ্মীর পুজো করে থাকেন অনেকেই। কথিত আছে দীপাবলির সময় মাকে তুষ্ট করতে পারলে সকল আর্থিক জটিলতা দূর হয়।
310
অর্থ সংক্রান্ত সমস্যা অনেকের জীবনে লেগেই থাকে। সঠিক আয় হওয়া সত্ত্বেও অনেকেই সঞ্চয় করতে পারেন না। তেমনই অকারণ খরচ হয় অনেকের।
410
অর্থ সংক্রান্ত সকল জটিলতা দূর করতে দীপাবলির দিন পালন করুন বিশেষ টোটকা। এতে দূর হবে সকল জটিলতা। জেনে নিন কী করবেন।
510
দীপাবলির দিন ধনবর্ষা যন্ত্র তৈরি করুন। তা মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করুন। এতে ভাগ্য বদল হবে। জেনে নিন কী করবেন।
610
একটি লাল অথবা হলুদ রঙের পুঁটলি নিন। এবার তাতে পাঁচটি করে কড়ি, গোমতিচক্র, সুপারি, পদ্ধবীজ, ১ টাকার কয়েন, লবঙ্গ, এলাচ, দারুচিনি, অল্প হলুদ, সরষে, গোটা ধবে এবং গোটা হলুদ নিন।
710
এবার এই পুঁটলি-টি মা লক্ষ্মীর সামনে রেখে দিন। মায়ের পায়ের কাছে ঘি-র প্রদীপ জ্বালাবেন।
810
দীপাবলির পুজোর সময় এই পুঁটলি-টির পুজো করবেন। তারপর তা আপনার কাছে রেখে দিন।
910
এটি আপনার ক্যাশ বাক্স অথবা আলমারিতে রেখে দিন। দেখবেন ঘটবে আপনার আর্থিক বৃদ্ধি।
1010
এবছর দীপাবলির দিন মেনে চলুন এই বিশেষ টোটকা। এতে জীবনের সকল আর্থিক জটিলতা দূর হবে।