কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছেন না? মা লক্ষ্মীর পুজোর দিন এই টোটকা পালন করুন, মিলবে উপকার

রইল লক্ষ্মী পুজোয় আর্থিক সমৃদ্ধি লাভের জন্য বিশেষ টিপস। লক্ষ্মী কড়ি বা লক্ষ্মী-গণেশের রুপোর কয়েন পুজো করে ধন-সম্পদ বৃদ্ধি করুন। নিয়ম মেনে পুজো করলে মায়ের কৃপা লাভ হবে।

Sayanita Chakraborty | Published : Oct 15, 2024 7:32 AM IST

110

রাত পোহালেই লক্ষ্মী পুজো। এবার ১৬ এবং ১৭ অক্টোবর দুদিন ধরে হবে মায়ের আরাধনা। চলছে তারই প্রস্তুতি। এই দিনটি সকলের কাছে খুবই বিশেষ দিন।

210

কারণ এই দিন সঠিক ভাবে মায়ের আরাধনা করলে তবেই মায়ের কৃপা পাওয়া যায়। মায়ের কৃপায় একদিকে যেমন আর্থিক উন্নতি হয় তেমনই দূর হয় জীবনের সকল জটিলতা।

310

তেমনই আর্থিক জটিলতা চলতে থাকলে তার থেকে মেলে মুক্তি। আজ রইল বিশেষ টিপস। এবার মায়ের কৃপা পেতে পুজোর দিন এই টোটকা পালন করুন। এতে মিলবে উপকার।

410

এবছর মা লক্ষ্মীর পুজোর দিন এই বিশেষ জিনিস কিনে আনুন। এতে যারা আর্থিক জটিলতার মধ্যে দিন কাটাচ্ছেন তারা উপকৃত হবেন।

510

বিশিষ্ট এক জ্যোতিষীর মতে, এই দিন বাড়িতে লক্ষ্মী কড়ি স্থাপন করুন। সুন্দর দেখতে এই কড়ি আপনার জীবনের সকল সমস্যা দূর করবে।

610

লক্ষ্মী কড়ি স্থাপনে ধন-সম্পদে ভরে উঠবেন আপনি। লক্ষ্মী পুজোর শুভক্ষণে এই কড়ি স্থাপন করতে হবে। এবছর বুধ ও বৃহস্পতি দুদিন পড়েছে পুজো। তাই বুধবার রাতে কিনে আনতে পারেন।

710

কিংবা কিনতে পারেন লক্ষ্মী গণেশের ছবি যুক্ত একটি রুপোর কয়েন। এই কয়েন পুজো করিয়ে নিন। তারপর তা নিজের মানি ব্যাগে রাখুন।

810

যাদের হাতে একেবারে টাকা থাকে না, যারা হাজার চেষ্টা করেও সঞ্চয় করতে পারেন না তারা এই কয়েন রাখতে পারেন।

910

কাল পালন করুন এই টোটকা। মা লক্ষ্মীর পুজোর সময় এই দুই জিনিস স্থাপন করতে পারেন। এতে মিলবে উপকার।

1010

তেমনই নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো করুন। এতে মায়ের কৃপা আপনার ওপর বর্ষিত হবে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos