শুক্লপক্ষের প্রথম শুক্রবার একটি রুপোর বাক্সে হলুদ ও সিঁদুর মিশিয়ে নিন। তা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। পুজোর করুন মায়ের। তারপর বাড়িতে যে স্থানে টাকা রাখেন সেই স্থানে তা রেখে দিন। আর্থিক সমস্যা লেগেই থাকে অনেক সময়। আর্থিক ক্ষতি চলতে থাকে। এর থেকে মুক্তি পেতে চাইলে মেনে চলুন এই টোটকা।