Kali Pujo Horoscope: মা কালীর প্রিয় চারটি রাশির নাম জানেন? এবার ঘুরবে ভাগ্যের চাকা

আসছেন শক্তিরূপেণ দেবী মা কালী। যাকে ঘিরে ঘরে ঘরে আরাধনা করে থাকেন ধর্মপ্রাণ বাঙালি। জীবনের সমস্ত কঠিন পথে তিনিই রক্ষা করেন আমাদের৷

Subhankar Das | Published : Oct 20, 2024 10:30 AM IST / Updated: Oct 22 2024, 01:45 AM IST

110
জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, মা কালী চারটি রাশির জাতক-জাতিকাদের ভীষণ পছন্দ করেন

বলা হয়, এই রাশির মানুষদের তিনি খুবই ভালোবাসেন।

210
মেষ রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের সাহস এবং পরাক্রম খুব বেশি পরিমাণে থাকে

সেই কারণে, তাদের মাথার উপর সবসময় থাকেন মা কালী। জীবনের বিভিন্ন ক্ষেত্রে, মা কালী মেষ রাশির মানুষদের রক্ষা করে থাকেন। তাই তারা সাফল্য পেয়ে থাকেন৷

310
মেষ রাশির স্বামী মঙ্গলে তিনি আবার ভূমিপুত্র এবং গ্রহের সেনাপতিও

ফলে, এই রাশির জাতক-জাতিকাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে৷ সেইসঙ্গে, অন্যদেরও অনুপ্রাণিত করার সুযোগ থাকে তাদের সামনে। মা কালীর কৃপায় তারা অনেক বেশি দৃঢ়তা প্রদান করতে পারে। 

410
সিংহ রাশিঃ এই রাশির জাতক-জাতিকারা কার্যত, রাজার হালে থাকেন

সেইসঙ্গে, ভীষণ প্রকারের ধৈর্য্যও দেখা যায় তাদের মধ্যে৷

510
মানুষের বিপদে বরাবর এগিয়ে আসেন সিংহ রাশির জাতক-জাতিকারা

আত্মবিশ্বাসের সঙ্গেই সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে থাকেন তারা৷

610
বৃশ্চিক রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের জন্য সর্বদা থাকে মা কালীর আশীর্বাদ

তাই জীবনের বহু বহু ক্ষেত্রেই তারা সাফল্য পেয়ে থাকেন।

710
তারা সাধারণত খুব রহস্যময় হয়ে থাকেন

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বুদ্ধি থাকে মারাত্মক৷

810
লক্ষ্যপূরণে অটুট থাকেন এই রাশির জাতক-জাতিকারা

অন্যদিকে, সাহসের সঙ্গে যেকোনও সমস্যার মোকাবিলা করে থাকেন বৃশ্চিক রাশির মানুষরা৷

910
ধনু রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের জন্য মা কালী সর্বদা জ্ঞানের আলো জ্বালেন

কারণ, অজ্ঞতার অন্ধকার থেকেই একমাত্র চেতনার আলোতে পৌঁছে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

1010
চাকরি, ব্যবসা এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে সবথেকে ভালো সময় আসতে চলেছে

টাকা পয়সার জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি আসছে ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos