110

বলা চলে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ
আর এই সময়টা তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
210
কারণ, একাধিক বিষয় রয়েছে
এই সময় কি ব্রেক আপ হবে? নাকি চাকরিতে মিলবে প্রোমোশন!
310
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নভেম্বর মাসের ১০ তারিখ থেকে ১৬ তারিখ বেশ উল্লেখযোগ্য একটি সময়
410
চলুন দেখে নেওয়া যাক,
কোন তিন রাশির জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ।
510
বৃশ্চিক রাশিঃ প্রথমেই আসা যাক বৃশ্চিক রাশির কথায়
ব্যবসা করার জন্য সপ্তাহের প্রথম অংশটি বেছে নিতে পারেন। চাকরিতে নিজেকে মেলে ধরার একাধিক সুযোগ আসতে পারে এবং হতে পারে পদোন্নতি।
610
রোম্যান্স বাড়বে এবং প্রেমিক-প্রেমিকারা লোভনীয় মুহূর্ত উদযাপন করবেন
বাড়তে পারে মাইনে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের অনেকের জন্য আসতে পারে খুশির খবর।
710
কন্যা রাশিঃ এবার কথা বলব কন্যা রাশি নিয়ে
চাকরিক্ষেত্রে কাজের দায়িত্ব অনেকটাই বাড়তে পারে।
810
তবে ব্রেকআপের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে
কারণ, প্রেম করার জন্য বাড়িতে ঝামেলা শুরু হয়ে যেতে পারে।
910
মকর রাশিঃ সবশেষে আলোচনা করা যাক এই রাশির জাতক-জাতিকাদের নিয়ে
পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। তবে চাকরির জায়গায় বিশেষ উন্নতির সম্ভাবনা খুব একটা নেই।