নভেম্বরেই বদলে যাবে ৫ রাশির ভাগ্য, গজকেশরী যোগ লাভবান করবে- পৌঁছে দেবে সাফল্যের শিখরে

Published : Oct 30, 2025, 07:32 PM IST

জ্যোতিষশাস্ত্র অনুসারে নভেম্বর মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই মাসেই ৫টি রাজযোগ গঠিত হেছে। গ্রহগুলির অবস্থান অনুসারে নভেম্বর মাসেই ভাগ্য ফিরবে ৫ রাশির জীবনে। 

PREV
16
গজকেশরী যোগ

জ্যোতিষশাস্ত্র অনুসারে নভেম্বর মাসে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ-সহ একাধিক রাশি পরিবর্তন করতে যা ১২টি রাশির জীবনেই প্রভাব ফেলবে। জ্যোতিষ অনুযায়ী নভেম্বর মাসে হংস রাজ যোগ , নবপঞ্চম রাজ যোগ , মঙ্গল আদিত্য যোগ , মালব্য এবং রুচকের মতো ৫টি রাজযোগ তৈরি হবে গজকেশরী রাজযোগের পাশাপাশি , যা কিছু রাশির জন্য বিশেষ সুবিধা প্রদান করতে পারে । রাশিগুলি হল-

26
মেষ রাশি

৫টি রাজযোগ তৈরি হওয়ায় এই মাসের শুরুতেই মেষ রাশির জাতক ও জাতিকাদের জীবন বদলে যাবে। চাকরি থেকে প্রমোশন - এদের সুবিধে হবে। আটকে থাকা কাজ শেষ হবে নভেম্বর মাসে।

36
সিংহ রাশি

সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই মাসটি খুবই শুভ। এই মাসেই তাদের উন্নতি শিখরে পৌঁছাতে পারবে। কঠোর পরিশ্রমের ফল তারা এই মাসেই পাবে।

46
কন্য রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কন্যা রাশির জাতক ও জাতিকারা নভেম্বর মাসেই প্রচুর অর্থ হাতে পাতে পারেন। পাওয়া টাকা এই মাসেই হাতে পাবেন। অর্থের সমস্যা মিটে যাবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন জ্যোতিষীরা।

56
তুলা রাশি

এই রাশির জাতক ও জাতিকারা দীর্ঘ দিনের থেমে থাকা প্রোমোসন হয়ে যেতে পারে এই নভেম্বর মাসেই। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে। যারা ব্যবসায়ী তাদের প্রচুর টাকা মুনাফা হতে পারে।

66
মকর রাশি

মকর রাশির জাতক ও জাতিকারা নভেম্বর মাসে আর্থিক লাভ করবেন। নতুন ভ্রমণ এদের অনুপ্রাণীত করবে। এদের সাফল্য অনেককেই অনুপ্রাণিত করবে। এই মাসে এরা সাফল্যের শিখরে পৌঁছে যাবে।

Read more Photos on
click me!

Recommended Stories