আগামী ১৫ নভেম্বর ২০২৪ সকাল ৫.০৯ মিনিটে শনি কুম্ভ রাশিতে মার্গি হবে। এর ফলে মেষ, বৃষ, ধনু, মিথুন ও কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক সমস্যার সমাধান এবং পারিবারিক জীবনে সুখ লাভের সম্ভাবনা রয়েছে।
শনির এই অবস্থানের পরিবর্তন হতে চলেছে। আগামী ১৫ নভেম্বর ২০২৪ সকাল ৫.০৯ মিনিটে কুম্ভতে মার্গি হবে। এর ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সুদিন আসতে চলেছে।
210
ন্যায় ও কর্মফলদাতা শনিদেব। শনি দেব কাজ হিসেবে ফল দিয়ে থাকেন জাতক-জাতিকাদের। শনির এই প্রভাব জীবনে বিশাল প্রভাব ফেলে।
310
প্রতিটি রাশিতে শনিদেব থাকেন আড়াই বছর ধরে। অর্থাৎ একটি রাশিতে ফিরে আসতে শনিদেবের সময় লাগে ৩০ বছর।
410
বর্তমানে শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান। বক্রি অবতারে আছেন। কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন। এতে উপকৃত হবেন কয়েক রাশির জাতক জাতিকা।
510
শনিদেবের মার্গির ফলে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ভালো সময় আসতে চলেছে। কেরিয়ারের জন্য সময়ট ভালো। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। তেমনই বস খুশি হবে আপনার কাজে।
610
ভালো সময় আসতে চলেছে বৃষ রাশির। এই সময়টা প্রেমের জন্য বেশ ভালো। এই সময় টারা পয়লা রোজগার হবে। তেমনই দাম্পত্য জীবনে সুখ আসবে। কর্মস্থলে ভালো সময় আসতে চলেছে এই রাশির। নানান জটিলতা কেটে যাবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।
710
ধনু রাশির কপাল খুলতে চলেছে। এই সময় চলতে থাকা সকল সমস্যা সমাধান হবে। সঞ্চয় বাড়বে। তেমনই পারিবারিক পরিস্থিতি সুখের হবে। এই সময় সম্পদ ও জীবন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন।
810
মিথুন রাশির কপাল খুলতে চলেছে। শনিদেব এই রাশির নবম ঘরে থাকবে। এই রাশির জীবনে এর বিস্তর প্রভাব পড়বে। চাকরিতে হবে উন্নতি। তেমনই জীবনের সকল বাধা কেটে যাব।
910
কন্যা রাশির জীবনেও আসতে চলেছে সুদিন। এই রাশির লক্ষ্মী লাভ হবে। তেমনই এই রাশির জাতক জাতিকার কেরিয়ার সংক্রান্ত কাজে হবে উন্নতি। এই রাশির ছেলে মেয়েরা ভালো আয় করতে পারবেন।
1010
এদের সকল আর্থিক জটিলতা কেটে যাবে। জীবনের সকল সমস্যা থেকে মিলবে মুক্তি।