জ্যোতিষ শাস্ত্রে একাধিক গ্রহ ও নক্ষত্রের উল্লেখ আছে। বিভিন্ন সময় নিজেদের অবস্থার পরিবর্তন করেন এই সকল গ্রহ। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। স্থান পরিবর্তনের কারণে তৈরি হয় বিভিন্ন যোগ। যার দ্বারা উপকৃত হন কেউ তো কারও জীবনে শুরু হয় খারাপ সময়। আজ রইল বিশেষ যোগের কথা। ঠিক ১ বছর পর রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এর প্রভাব পড়বে চার রাশির ওপর। দেখে নিন তালিকায় কে কে।
বৃষ রাশি
বৃহস্পতির স্থান পরিবর্তনের কারণে উপকৃত হবে বৃষ রাশি। আর্থিক লাভ হবে এই রাশির। বাড়ব সম্মান। তেমনই চাকরি ও ব্যবসায় হবে অগ্রগতি। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাগ্য খুলবে।
মিথুন রাশি
বৃহস্পতির গোচরে ভালো সময় শুরু হবে মিথুন রাশির। সম্পত্তি বাড়বে। তেমনই কাজের জায়গায় সম্মান বাড়বে। কোনও বড় ইচ্ছা পূরণ হতে পারে। যারা কর্মরত তাদের পদোন্নতির যোগ আছে। তেমনই আপনি আটকে থাকা টাকা ফেরত পাবেন। এই সময় বাড়বে সম্মান। সরকারি চাকরিতে হবে উন্নতি।
ধনু রাশি
বৃহস্পতির গোচরে ভালো সময় শুরু হবে ধনু রাশির। অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের যোগ আছে। তেমনই এই সময় পেতে পারেন সরকারি চাকরি। এই সময় ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।
মকর রাশি
বৃহস্পতির গোচরে ভালো সময় শুরু হবে মকর রাশির। শনিদেবের আশীর্বাদ পেতে পারেন। অমীমাংসিত কাজ শেষ হবে। এই সময় চাকরিতে পদোন্নতির যোগ আছে। এই সময় নতুন কাজ শুরু করতে পারেন। ধর্মীয় কাজে বাড়বে আপনার আগ্রহ। ভালো সময় শুরু হবে এই রাশির।
শাস্ত্র মতে, ১ বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে। স্থান পরিবর্তন করবে বৃহস্পতি। এর ফলে টাকা বৃষ্টি হবে এই ৪ রাশির ওপর। জীবনের সকল জটিলতা কেটে ভালো সময়ের সূচনা হবে।