৪ ফেব্রুয়ারি মার্গী হবে বৃহস্পতি, ভাগ্য খুলবে এই চার রাশির, পদোন্নতি থেকে লক্ষ্মী লাভের যোগ

Published : Feb 03, 2025, 07:02 PM IST

৪ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হওয়ার ফলে মেষ, কন্যা, বৃশ্চিক এবং মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব পড়বে। আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন সুযোগ আসবে।

PREV
110

বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা, সন্তান, ধর্মীয় কাজ ও সৌভাগ্যের গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। বৃহস্পতি যে কোনও রাশিতে ১ বছর ধরে অবস্থান করেন।

210

শাস্ত্র মতে, বৃহস্পতি যে কোনও সময় বক্রী ও মার্গী হন। বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি।

310

আগামী ৪ ফেব্রুয়ারি ১টা ৪৬ মিনিটে মার্গী হবে বৃহস্পতি। যার প্রভাব পড়বে চার রাশির ওপর। আর্থিক বৃদ্ধি তো ঘটবেই সঙ্গে হবে উন্নতি।

410

শাস্ত্র মতে, বৃহস্পতির গমনে চার রাশির শুভ সময় আসছে। মেষ সহ চার রাশির ভালো দিন শুরু হতে চলেছে। কেরিয়ার থেকে ব্যবসা সবেতে হবে উন্নতি।

510

মেষ রাশিতে মার্গী হবে বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকা ধনলাভ করবেন। সঙ্গে আর্থিক পরিস্থিতি হবে উন্নত। এই সময় চাকরিতে পদোন্নতির যোগ আছে। তেমনই ব্যক্তিগত ও পেশাগত জীবনে হবে লাভবান।

610

কন্যা রাশির জাতক জাতিকার জীবনে শুভ প্রভাব ফেলবে বৃহস্পতি। চাকরিতে হবে উন্নতি। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। জীবনের সকল ক্ষেত্রে আসবে সাফল্য।

710

বৃশ্চিক রাশির জন্য ভালো দিন শুরু হবে। আজ পেশাগত ও ব্যক্তিগত জীবনে সাফল্য আসবে। এই সময় কেরিয়ারে উন্নতি হবে। জীবনের সকল বাধা দূর হয়।

810

মকর রাশির ওপর শুভ প্রভাব ফেলবে বৃহস্পতি। বহুদিন ধরে আটকে থাকা কাজে গতি আসবে। চাকরিতে পদোন্নতি হবে। পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে কাজ করার শুভ প্রভাব পেতে পারেন।

910

সব মিলিয়ে ভাগ্য খুলবে চার রাশির। তালিকায় মেষ, কন্যা, মকর ও বৃশ্চিক।

1010

আগামী ৪ ফেব্রুয়ারি ১টা ৪৬ মিনিটে মার্গী হবে বৃহস্পতি। যার প্রভাব পড়বে চার রাশির ওপর।

click me!

Recommended Stories