দোলের পরেই শুক্র অস্ত যাবে, দুর্দান্ত সময় শুরু হবে ৪ রাশির, দেখে নিন কাদের কপাল খুলবে

দোলের পরেই শুক্র অস্ত যাওয়ায় মিথুন, সিংহ, তুলা ও ধনু রাশির জীবনে আসবে আর্থিক উন্নতি ও কর্মে সাফল্য। দাম্পত্য কলহ মিটে গিয়ে জীবনে সুখ-শান্তি ফিরে আসবে।

হিন্দু শাস্ত্রে, দোল উৎসবের বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন সর্বত্র পালিত হয় উৎসব। তেমনই এই বছর বিশেষ যোগ তৈরি হচ্ছে দোলের সময়। দোলের পরেই শুক্র অস্ত যাবে। এর শুভ প্রভাব পড়তে চলেছে চার রাশির জীবনে। শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। তেমনই রয়েছে একাধিক গ্রহ। যারা প্রতি নিয়ত স্থান পরিবর্তন করে চলেছে। আর এর প্রভাবে তৈরি হচ্ছে বিভিন্ন যোগ। যার শুভ ও অশুভ দুই প্রভাব তৈরি হচ্ছে। দোলের পরে স্থান পরিবর্তন করবে শুক্র। যার দ্বারা তৈরি হচ্ছে বিশেষ যোগ। এই শুক্র গ্রহের পরিবর্তনের ফলে এই সকল রাশির জীবনে শুভ ও অশুভ পরিবর্তন দেখা যায়। দেখে নিন এবার কাদের ভাগ্য চমকাবে। দেখে নিন এই তালিকায় আপনি আছেন কি না। রইল তালিকা। 

মিথুন রাশি

Latest Videos

শুক্রের মীন রাশিতে অস্ত দশা মিথুন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য জীবনের সকল সমস্যা মিটে যাবে। সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে।

সিংহ রাশি

শুক্রের অস্ত দশা সিংহ রাশির জন্য লাভজনক হবে। কেরিয়ারের উন্নতির পথে বাধা কেটে যাবে। ব্যবসার কাজ সম্প্রসারণ হবে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। আজ প্রেম জীবনের জন্য সময় অনুকূল। আজ অবিবাহিতরা প্রেমের প্রস্তাব পেতে পারেন।

তুলা রাশি

শুক্রের প্রভাবে তুলা রাশির অর্থভাগ্যের বদল হবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন। লটারিতে বিনিয়োগ করতে পারেন। আজ সাফল্যের যোগ আছে। আজ পরিবারের সঙ্গে বেরাতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

ধনু রাশি

শুক্র অস্ত যাওয়ার জীবনের বিভিন্ন দুশ্চিন্তা ক্রমশ দূর হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। শেয়ার বজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন। দাম্পত্য সুখ থাকবে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী